যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আর নেশা নয়! মুচলেকা দিলেই ভর্তি হতে পারবেন পড়ুযারা

  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নেশার আখড়া বসে, এমন অভিযোগ অনেকেরই
  •  কিন্তু এবার বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বদল করতে কড়া সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
  •  বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে এবার থেকে ছাত্রছাত্রীদের মুচলেকা দিতে হবে
     
swaralipi dasgupta | Published : Jul 23, 2019 7:14 AM IST


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নেশার আখড়া বসে, এমন অভিযোগ অনেকেরই। কিন্তু এবার বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বদল করতে কড়া সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে এবার থেকে ছাত্রছাত্রীদের মুচলেকা দিতে হবে। 

পড়াশোনার দিক থেকে এই বিশ্ববিদ্যালয় সব সময়ে এগিয়ে থাকলেও , যাদবপুরের পড়ুয়াদের বিরুদ্ধে একাধিকবার নেশার অভিযোগ উঠেছে। এমনকী, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরেই পড়ুয়ারা নেশা করেন বলে অভিযোগ অনেকের। কিন্তু এবার বিশ্ববিদ্যালয়ের মান রাখতে মুচলেকা দিয়ে পড়ুয়াদের ভর্তি করা হবে। 

Latest Videos

এই মুচলেকায় পড়ুয়াদের জানাতে হবে, এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ও হোটেলের ভিতরে তাঁরা কোনও ধরনের নেশা করবেন না। 

প্রসঙ্গত, এই সপ্তাহেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানবিভাগ, কলাবিভাগ ও  ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি শুরু হবে। এই ভর্তির সময়েই মুচলেকা দিতে হবে পড়ুয়াদের। এর আগে  র‍্যাগিং সম্পর্কিত মুচলেকা সই করতে হতো। কিন্তু এবার থেকে এই নতুন মুচলেকাও শুরু হল। 

উল্লেখ্য বার বার ক্যাম্পাসের মধ্য়ে ও বিশ্ববিদ্যালয়ের হোটেলে ছাত্রছাত্রীদের নেশা করার ঘটনা ধরা পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News