যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আর নেশা নয়! মুচলেকা দিলেই ভর্তি হতে পারবেন পড়ুযারা

swaralipi dasgupta |  
Published : Jul 23, 2019, 12:44 PM IST
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আর নেশা নয়! মুচলেকা দিলেই ভর্তি হতে পারবেন পড়ুযারা

সংক্ষিপ্ত

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নেশার আখড়া বসে, এমন অভিযোগ অনেকেরই  কিন্তু এবার বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বদল করতে কড়া সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে এবার থেকে ছাত্রছাত্রীদের মুচলেকা দিতে হবে  


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নেশার আখড়া বসে, এমন অভিযোগ অনেকেরই। কিন্তু এবার বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বদল করতে কড়া সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে এবার থেকে ছাত্রছাত্রীদের মুচলেকা দিতে হবে। 

পড়াশোনার দিক থেকে এই বিশ্ববিদ্যালয় সব সময়ে এগিয়ে থাকলেও , যাদবপুরের পড়ুয়াদের বিরুদ্ধে একাধিকবার নেশার অভিযোগ উঠেছে। এমনকী, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরেই পড়ুয়ারা নেশা করেন বলে অভিযোগ অনেকের। কিন্তু এবার বিশ্ববিদ্যালয়ের মান রাখতে মুচলেকা দিয়ে পড়ুয়াদের ভর্তি করা হবে। 

এই মুচলেকায় পড়ুয়াদের জানাতে হবে, এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ও হোটেলের ভিতরে তাঁরা কোনও ধরনের নেশা করবেন না। 

প্রসঙ্গত, এই সপ্তাহেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানবিভাগ, কলাবিভাগ ও  ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি শুরু হবে। এই ভর্তির সময়েই মুচলেকা দিতে হবে পড়ুয়াদের। এর আগে  র‍্যাগিং সম্পর্কিত মুচলেকা সই করতে হতো। কিন্তু এবার থেকে এই নতুন মুচলেকাও শুরু হল। 

উল্লেখ্য বার বার ক্যাম্পাসের মধ্য়ে ও বিশ্ববিদ্যালয়ের হোটেলে ছাত্রছাত্রীদের নেশা করার ঘটনা ধরা পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 
 

PREV
click me!

Recommended Stories

স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?
Today Live News: ডিসেম্বরের শুরুতেই শীতের ব্যাটিং শুরু, সপ্তাহান্তে পারা পতনে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ