ঝকঝকে রোদের সঙ্গে পরিষ্কার আকাশ, শীতল হাওয়ায় বেশ আছে শহর কলকাতা

Published : Nov 23, 2019, 11:21 AM ISTUpdated : Nov 23, 2019, 11:35 AM IST
ঝকঝকে রোদের সঙ্গে পরিষ্কার আকাশ, শীতল হাওয়ায় বেশ আছে শহর কলকাতা

সংক্ষিপ্ত

 শীতল হাওয়ার সঙ্গে আজ সূর্যদয় হল আজ শহরে   বাতাসে সর্বনিম্ন তাপমাত্রা ১৯  ডিগ্রি সেলসিয়াস  আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম  ৫১ শতাংশ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪  শতাংশ  


বিশ্ব উষ্ণায়নের জন্য় প্রতিবছর অল্পসময়ের জন্য়ই শহরে শীত আসে । তাই এই স্বল্প সময়ের অতিথিকে শহরবাসী বুকে আগলে রাখতে চায়। শীতল হাওয়ার সঙ্গে আজ সূর্যদয় হল আজ শহরে। শীত আসব আসব করে সবাই যে দিন গুনছিল, এখন বলা যায় তা দোড়গোড়ায়। 

 

 

আরও পড়ুন, পুলিশের 'অতিসক্রিয়তা', এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টে মামলা কংগ্রেস নেতার   

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৯  ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪  শতাংশ।  আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম  ৫১ শতাংশ।  বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা খানিকটা বেড়ে ২২.৮  ডিগ্রি সেলসিয়াস। আজ শহর কলকাতার আকাশ সারাদিন পরিষ্কার থাকবে। মেঘের দেখা মিলবেনা বললেই চলে। 

আরও পড়ুন, শীতে আরামদায়ক পোশাকেই স্বস্তি, নতুন ছবির কথা বলতে গিয়ে জানালেন সায়নী ঘোষ

 বেলা বাড়ার সঙ্গে রোদের তেজ বাড়ছে ঠিকই, অবশ্য় তাতে খুব একটা অসুবিধা হচ্ছেনা শহরবাসীর। কারণ রোদের তেজ থাকলেও শীতল হাওয়া ক্রমশই সেই গরমকে গায়ে লাগতে দিচ্ছেনা। আর সারাবছরের এই সময়টাই যেহেতু নতুন সবজির সঙ্গে রঙ-বেরঙের গরম কাপড় পরার সুযোগ মেলে। তাই  শীতের জন্য় অপেক্ষা করছে সবাই। 

PREV
click me!

Recommended Stories

চলবে রক্ষণাবেক্ষণ ও লোড টেস্টের কাজ, সপ্তাহান্তে একটানা ৩ দিন বন্ধ তারাতলা ব্রিজ
রবিবারও কলকাতা মেট্রোর দুই রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা, পরীক্ষার্থীদের জন্য নয়া ঘোষণা