মুকুল ইস্যু নিয়ে প্রথম শুনানি শেষ, ভরসা না পেয়েই কি আদালতে যাওয়ার ইঙ্গিত শুভেন্দুর

মাত্র ৩ মিনিটে  মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে  প্রথম দিনের শুনানি শেষ হয়ে যায়  এদিন বিধানসভায়। শুভেন্দু অধিকারী এদিন জানান, দল বিরোধী আইন কার্যকর করার আবেদন নিয়ে তারা আদালতে যাবেন। 
 

শুক্রবার বিধানসভায় মুকুল ইস্যু নিয়ে প্রথম শুনানি শেষ। পরবর্তী শুনানির তারিখ ৩০ জুলাই। উল্লেখ্য, মাত্র ৩ মিনিটে  মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে  প্রথম দিনের শুনানি শেষ হয়ে যায়  এদিন বিধানসভায়। শুভেন্দু অধিকারীর সঙ্গে শুনানিতে ছিলেন আরও দুই বিজেপি বিধায়ক অম্বিকা রায় ও সুদীপ মুখোপাধ্য়ায়।

 

Latest Videos

 

আরও পড়ুন, গালওয়ানের তীরে চিনের সঙ্গে সংঘর্ষের রিপোর্টকে ভুয়ো বলল ভারতীয় সেনা, মিডিয়া হাউসের কাছে গেল কড়া চিঠি


জানা গিয়েছে, শুক্রবার দুপুর ২টার সময়ে স্পিকারের ঘরে যান  শুভেন্দু অধিকারীরা। তিন মিনিটের মাথাতেই বেরিয়ে আসেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত অধিবেশন ছাড়া কোনও বৈঠক বা সৌজন্য সাক্ষাৎকার হয়নি স্পিকার ও বিরোধী দলনেতার। এদিনের শুনানিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত  হলেও মুকুল রায়কে অবশ্য আসতে বলা হয়নি। শুভেন্দু অধিকারী শুনানি শেষে জানান, 'আরও বেশ কিছু তথ্য চেয়েছেন স্পিকার। পাশাপাশি বেশকিছু সইসুবাদি করার আছে। পরবর্তী শুনানির তারিখ ৩০ জুলাই।  একদিকে শুনানি চললেও অন্যদিকে আদালতে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি পরিষদীয় দল। শুভেন্দু অধিকারী এদিন জানান, দল বিরোধী আইন কার্যকর করার আবেদন নিয়ে তারা আদালতে যাবেন। সেই সঙ্গে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার আবেদন করবেন। খুব দ্রুত আদালতে যাওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু।

 

 

 আরও পড়ুন, 'পাকিস্তানি বলেই কি এমন আচরণ', চরম ভোগান্তির পর স্বাস্থ্য ভবনের হস্তক্ষেপে টিকা পেলেন শাহার


অপরদিকে, ৯ জুলাই অর্থাৎ ঠিক এক সপ্তাহ আগে PAC-র চেয়ারম্যান হন মুকুল রায়। মুকুল রায়ের নাম ঘোষণা হতেই তুমুল বিক্ষোভ শুরু হয় বিধানসভায়।মুকুল রায়কে PAC-র চেয়ারম্যান করার বিরোধিতা করে অধিবেশন থেকে ওয়াক আউট করে বিজেপি।আর মুকুল রায় PAC-র চেয়ারম্যান হতেই বিধানসভার ৮ টি চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছে বিজেপি। একই সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে শুভেন্দুর নের্তৃত্বে বিজেপির পরিষদীয় দল গিয়ে এই ব্যাপারে তাঁর হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছে।

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন