শুরু হলো টালা সেতু ভাঙার কাজ, ঘুরপথে ভোগান্তির আশঙ্কা

  • শুরু হলো টালা সেতু ভাঙার কাজ
  • শুক্রবার রাত থেকেই বন্ধ ছিল যান চলাচল
  • টালা সেতুর বিকল্প পথ জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ

debamoy ghosh | Published : Feb 1, 2020 5:04 AM IST

পূর্ব ঘোষণা মতোই শনিবার সকাল থেকে শুরু হয়ে গেল জরাজীর্ণ টালা সেতু ভাঙার কাজ। শুক্রবার রাত বারোটা থেকেই সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। টালা সেতু পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় বি টি রোড থেকে উত্তর কলকাতার দিকে যাতায়াতে ব্যাপক সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। কলকাতা পুলিশের পক্ষ থেকে বিকল্প পথে যান 
চলাচলের ব্যবস্থা হলেও ঘুরপথে যেতে অনেকটাই অতিরিক্ত সময় লেগে যাচ্ছে। বিশেষত চাপ বেড়েছে বেলগাছিয়া সেতুর উপরে। যার ফলে আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে যাতায়াতের পথেও সমস্যায় পড়ছেন রোগীরা। 

আবার বি টি রোড থেকে কলকাতার দিকে যে ছোট গাড়িগুলি আসছে সেগুলি চিড়িয়া মোড়, খগেন চট্টোপাধ্যায় রোড, কাশীপুর রোড, বাগবাজার হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ- তে চলে আসবে। 

পুরনো টালা সেতু ভেঙে তার বদলে নতুন সেতু তৈরি হবে। বিরাট এই কর্মকাণ্ড কতদিনে শেষ হবে, সেটাই এখন দেখার। তার আগে পর্যন্ত এই রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষের ভোগান্তির আশঙ্কা প্রবল। 

Share this article
click me!