হু হু করে বাড়ছে তাপমাত্রা, বাংলার আকাশে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

ইতিমধ্যেই তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছুঁয়ে গিয়েছে। হু হু করে বাড়ছে গরম। আগামী ৪৮ ঘণ্টায় আরও ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

বাংলার আকাশে দুর্যোগের (Strom) আর কোনও শেষ নেই। একের পর এক দুর্যোগ ধেয়ে আসছে। গোটা শীতকালে (Winter Season) দুর্যোগের ঘনঘটা লেগেই ছিল। যার ফলে শীতও ঠিক করে পড়তে পারেনি। তিন-চার দিন ঠান্ডা ভালো করে থাকত, কিন্তু তারপরই আবার শুরু হয়ে যেত বৃষ্টি (Rain)। খানিক এইভাবেই চলেছিল গোটা শীতের মরশুমটা। আর এবার ফের দুর্যোগের আশঙ্কা বাংলার আকাশে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (Cyclone)। এমনই আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। 

আগামী সপ্তাহে ফের ঘূর্ণিঝড়ের (Cyclone) আশঙ্কার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। মৌসম ভবনের তরফে জানান হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হয়েছে নিম্নচাপ। ১৯ মার্চ সকালে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সুষ্পষ্ট নিম্নচাপ বলয় তৈরি হবে। আগামী কয়েকদিনে শক্তিশালী হবে নিম্নচাপ (Depression)। এরপর ২১ মার্চ উত্তর আন্দামানের কাছে তা পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। আর ২৩ মার্চ সেই ঘূর্ণিঝড় বাংলাদেশ ও মায়ানমার উপকূলের কাছে পৌঁছতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে এই ঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ (Coastal Area of Bengal) এবং ওড়িশা উপকূলে।    

Latest Videos

আরও পড়ুন- বিধানসভায় অশান্তি পাকাতে মমমতাই উষ্কানি দিচ্ছেন, ফের চাঁচাছোল আক্রমণে শুভেন্দু

মৌসম ভবনে ঘূর্ণিঝড় বিষয়ক প্রধান আনন্দ দাস বলেন, "আমরা পুরো বিষয়ের উপর নজরে রেখেছি। আপাতত যা পরিস্থিতি, তাতে (নিম্নচাপ) ঘনীভূত হওয়ার জন্য আদর্শ। তবে এখনই চূড়ান্ত বলে দেওয়ার সময় আসেনি।" ফলে পশ্চিমবঙ্গের উপর প্রভাব পড়বে কিনা, তা এখনই বলা সম্ভব নয় বলে মত সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন- জনবহুল রাস্তায় ছুটছে জ্বলন্ত ট্রাক, পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচল চালক-খালাসি

এদিকে মার্চেই ভালো গরম পড়ে গিয়েছে রাজ্যে। বসন্ত কাল হলেও শীতের আমেজ একেবারেই উধাও হয়ে গিয়েছে। বরং সকাল থেকেই দেখা মিলছে রোদের। বেলার দিকে রোদের তেজ আরও বাড়ছে। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা (Temperature)। ইতিমধ্যেই তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছুঁয়ে গিয়েছে। হু হু করে বাড়ছে গরম। আগামী ৪৮ ঘণ্টায় আরও ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

আরও পড়ুন- ঘুরে আসতে পারেন দার্জিলিং বা গ্যাংটক, হোলিতে বিশেষ ট্যুর প্যাকেজ ঘোষণা পূর্ব রেলের

তবে এই গরমের হাত থেকে বাঁচতে এখন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রির আশপাশে। আজও আকাশ পরিষ্কারই থাকবে। মেঘের দেখা মিলবে না। দিনের বেলায় রোদের দাপট থাকবে অনেকটাই। অবশ্য কালিম্পং ও দার্জিলিংয়ে হালকা মেঘের দেখা মিলতে পারে বলেও জানানো হয়েছে। 

Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র