আজ রাজ্য জুড়ে টেট পরীক্ষা, এদিকে মেট্রো পরিষেবা বন্ধ থাকছে এই স্টেশনে

Published : Jan 31, 2021, 10:26 AM ISTUpdated : Jan 31, 2021, 10:27 AM IST
আজ রাজ্য জুড়ে টেট পরীক্ষা, এদিকে মেট্রো পরিষেবা বন্ধ থাকছে এই স্টেশনে

সংক্ষিপ্ত

দীর্ঘ ৫ বছর পর  রবিবার রাজ্য জুড়ে টেট পরীক্ষা  প্রাথমিক টেট পরীক্ষা শুরু দুপুর ১ টা থেকে প্রতিটি কেন্দ্রে থাকবে একজন স্বাস্থ্য কর্মী   টেটের দিনেই নোয়াপাড়ায় বন্ধ মেট্রো পরিষেবা   

দীর্ঘ ৫ বছর পর  রবিবার ফের রাজ্য জুড়ে টেট পরীক্ষা। প্রাথমিক টেট পরীক্ষা শুরু হবে দুপুর ১ টা থেকে এবং চলবে দুপুর ৩ টে ৩০ অবধি। এদিকে প্রাথমিক টেটের দিনেই নোয়াপাড়ায় বন্ধ থাকছে মেট্রো পরিষেবা।

 

 

আরও পড়ুন, আজই হাসপাতাল থেকে ছুটি সৌরভের, মহারাজের বাড়ি ফেরার অপেক্ষায় শহর কলকাতা  


প্রসঙ্গত, ২০১৭ সালের ১২ মে প্রকাশিত বিজ্ঞপ্তি বের হওয়ার পর যারা আবেদন করেছিলেন, তাঁরাই রবিবার এই পরীক্ষায় বসছেন। কোভিড বিধি মেনেই পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে। তবে প্রতিটি কেন্দ্রে অর্ধেক সংখ্যক পরীক্ষার্থীকে রাখা হয়েছে। সামাজিক দূরত্ব বিধি মেনে প্রতিটি বেঞ্চে ২ জন করে বসে পরীক্ষা দেবেন। ইতিমধ্য়েই প্রতিটি কেন্দ্রকে স্য়ানিটাইজ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে থাকবে একজন স্বাস্থ্য কর্মী। থার্মাল স্ক্রিনিং করেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন পরীক্ষার্থীরা। প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষা দেবেন রবিবার।

আরও পড়ুন, কনকনে ঠান্ডার মাঝেই ফের পারদ নামার পূর্বাভাস, আজই নতুন করে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা 

 

 

অপরদিকে, রবিবার টেট পরীক্ষার দিন অন্যান্য পরিবহন স্বাভাবিকভাবেই চলবে। তবে নোয়াপাড়ায় বন্ধ থাকছে মেট্রো পরিষেবা। নোয়াপাড়া থেকে বা নোয়াপাড়াগামী কোনও মেট্রো রবিবার চলবে না। উল্লেখ্য, কবি সুভাষ এবং দমদমের মধ্যে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে।


 

PREV
click me!

Recommended Stories

লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ বিধাননগর পুলিশ কমিশনারেটের
Messi in Kolkata : বিক্রি হওয়া টিকিটের টাকা ফেরত দেওয়া হবে? জবাবে কী বললেন দুই পুলিশকর্তা?