শব্দদূষণ কমাতে কলকাতা ট্রাফিকের নয়া নিয়ম, হর্ন বাজালেই দিতে হবে জরিমানা

  • যানবাহনের শব্দে নাজেহল কলকাতাবাসী
  • এবার সেই চিন্তারই অবসান ঘটাতে চলেছে কলকাতা ট্রাফিক
  • শব্দদূষণ রোধে কলকাতা ট্রাফিক যেন কোমর বেঁধে নেমেছে
  • তাই দূষণ রোধ করতে চালু হল নতুন নিয়ম

debojyoti AN | Published : Aug 28, 2019 3:58 AM IST / Updated: Aug 28 2019, 01:15 PM IST

যানবাহন মানেই শব্দ হবে এটাই খুব স্বাভাবিক। যত বড় শহর তত বেশি যানবাহন আর ততই শব্দ। আর এমনটাই কলকাতার দীর্ঘদিনের ছবি। সেই যানবাহনের শব্দে লাগাম লাগাতেই কলকাতা ট্রাফিকের নয়া চিন্তাভাবনা। যানবাহনের বিকট শব্দ কম করতে কলকাতায় শুরু হচ্ছে নতুন নিয়ম।   

কলকাতায় যান-বাহনের শব্দে মানুষের জীবণ প্রায় ওষ্ঠাগত। এই ঘটনা আজকের নয় দীর্ঘ দিনের।এবার যানবাহনের শব্দ কম করতেই কলকাতায় আসছে নতুন নিয়ম। সেই নিয়ম অনুসারে অযথা গাড়ির হর্ন দিলেই দিতে হবে জরিমানা।

রাস্তার বিভিন্ন জায়গায় সাধারণত স্কুলের সামনে দেখতে পাওয়া যায় লেখা আছে জোরে হর্ন বাজাবেন না। তাতেও হুঁশ ফেরেনা মানুষের। রাস্তায় বেরোলেই গাড়ির শব্দে কানে তালা লাগার জোগাড় হয় সকলের। এবার সেই শব্দই কিছুটা কম করতে কলকাতা ট্রাফিক এনেছে নতুন নিয়ম। নিয়ম অনুসারে অকারণে হর্ন বাজালেই দিতে হবে ১০০ টাকা জরিমানা। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেই ছবি। সেখানে লেখাও আছে অযথা জোরে হর্ন বাজাবেন না। কলকাতা ট্রাফিকের কর্মীরা মনে করছেন এই নতুন নিয়ম হয়ত শব্দ দূষণ কিছুটা কম করতে সাহায্য করবে।      

Share this article
click me!