বেহালার ১৭০ বছরের প্রাচীন অন্নপূর্ণা মন্দিরে চুরি, চোখ ভিজে এল ভক্তদের, তদন্তে পুলিশ

Published : Feb 15, 2021, 11:53 AM IST
বেহালার ১৭০ বছরের প্রাচীন অন্নপূর্ণা মন্দিরে চুরি, চোখ ভিজে এল ভক্তদের, তদন্তে পুলিশ

সংক্ষিপ্ত

 বেহালার  অন্নপূর্ণা মন্দিরে চুরিতে ব্যাপক চাঞ্চল্য  প্রাচীন এই অন্নপূর্ণা মন্দিরটি   ১৭০ বছরের পুরোনো  এই মন্দিরের প্রতিষ্ঠাতা সাবর্ণ রায় চৌধুরির পরিবার  ইতিমধ্যেই খবর পেয়ে তদন্তে ঠাকুরপুকুর থানার পুলিশ 


সরস্বতি পুজোর আগে বড়সড় চুরি বেহালার  অন্নপূর্ণা মন্দিরে। আচমকা এমন চুরিতে হতবাগ বেহালার  ১৭০ বছরের প্রাচীন অন্নপূর্ণা মন্দিরে প্রতিষ্ঠাতা রায় চৌধুরি পরিবার। এমন চুরি হওয়াতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন, 'এতো ঠান্ডা মাথায় খুন', নবান্ন অভিযানে বাম যুবকর্মীর মৃত্যুতে তীব্র প্রতিক্রিয়া শমিক-মান্নানের 

পরিবারের মঙ্গল চেয়ে হোক, লক্ষীর ভাড়ার অটুট থাকা চেয়ে হোক, জীবনের সাফল্য চেয়ে হোক,  বেহালার  ১৭০ বছরের প্রাচীন অন্নপূর্ণা মন্দির খুবই বিখ্যাত।  আর সেই মন্দিরেই  চুরি হওয়াতে চোখ ভিজে এল ভক্তদের। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সদস্য দেবশ্রী রায়চৌধুরী জানিয়েছেন, প্রণামী বাক্স ভেঙে সমস্ত টাকা লুট করে পালায় চোরেরা। ঠাকুরের সামনে একটি কলাপসিবল গেটের তিনটে তালা থাকায় সেটা ভাঙতে পারেনি চোরেরা। শুধুমাত্র প্রণামী বাক্স টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। পরিবার সূত্রে খবর,  এই মন্দির স্থাপিত হয়েছিল  ১৮৫০ সালে চন্দ্রকান্ত রায় চৌধুরী হাত দিয়ে। অর্থাৎ দেখতে দেখতে প্রায় ১৭০ বছরে পা দিয়ে ই অন্নপূর্ণা মন্দির। ঠাকুরপুকুর থানাকে খবর দেওয়া হলে তারা ভাঙা তালা গুলি উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন, সিপিএম কর্মীর রহস্য মৃত্যু, দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ 

 

অন্নপূর্ণা মন্দিরে চুরির ঘটনায় ইতিমধ্যেই খবর পেয়ে তদন্তে নেমেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। কী করে এমন চুরি হল, বাইরে থেকে নাকি চেনা কেউ পরিকল্পিতভাবে এই চুরি করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 


 

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর