সংক্ষিপ্ত
- সিপিএম কর্মীর মৃতদেহের উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
- পেট্রোল পাম্পের পাশে মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা
- ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ
- ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে
বাড়ি থেকে কিছুটা দূরে এক সিপিএম কর্মীর মৃতদেহের উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার রানীগঞ্জ এলাকার একটি পেট্রোল পাম্পের পাশে। বছর ছাপান্নর মৃত ওই ব্যাক্তির নাম রফিক আলম।ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।
আরও পড়ুন, প্রেম দিবসে সামাজিক দূরত্ব শিকেয়, কোভিডে সংক্রমণ বাড়ল ফের বাংলায়, দেখুন ছবি
পরিবারসূত্রে জানা গিয়েছে, গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন রফিক আলম। তিনি সিপিএম কর্মী ছিলেন। সোমবার সকালে ডালখোলা থানার রানীগঞ্জ এলাকার একটি পেট্রোল পাম্পের পাশে একটি মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এই খবর জানাজানি হতে ঘটনাস্থলে ছুটে আসে আশপাশ থেকে বহু মানুষ। খবর দেওয়া হয় ডালখোলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডালখোলা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। রফিকে ধারালো অস্ত্রে দিয়ে আঘাত করা হয়েছে বলে যানা গিয়েছে।
মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কাহারা রফিককে খুন করেছে তা তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলেই আসল কারণ জানা যাবে।