বিজেপি নেত্রীর বাড়িতে ধর্ষণের হুমকি দিয়ে পোস্টার, চাঞ্চল্য নিউটাউনে

  • অশ্রাব্য গালিগালাজ ও ধর্ষণে হুমকি দিয়ে পোস্টার পড়ল বিজেপি নেত্রীর বাড়িতে
  • সকালে পোস্টারগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারাই
  • ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউনে আকন্দকেশরী এলাকায়
  • অভিযোগের তির তৃণমূলের দিকে

স্রেফ অশ্লীল গালিগালাজই নয়, ধর্ষণের হুমকি দিয়ে পোস্টার পড়ল স্থানীয় এক বিজেপি নেত্রীর বাড়িতে।  ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউনে। আতঙ্কিত ওই বিজেপি নেত্রী। তৃণমূল দিকেই অভিযোগের আঙুল তুলেছেন।

নিউটাউনে যে বিজেপি নেত্রীর বাড়িতে পোস্টার পড়েছে, তাঁর নাম তাপসী মণ্ডল। দলের মহিলা মোর্চার নিউটাউন শাখার সভানেত্রী তিনি।  নিউটাউনে  আকন্দকেশরী এলাকায় থাকেন তাপসী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার সকালে ওই বিজেপি নেত্রীর বাড়ির দেওয়ালে হাতে লেখা বেশ কয়েকটি পোস্টার দেখতে পান তাঁরা। পোস্টারে তাপসী মণ্ডলের নামে অশ্রাব্য গালিগালাজ ও তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কে খোদ বিজেপি নেত্রী তাপসী মণ্ডল। নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনাটি জানিয়েছে বিজেপির স্থানীয় নেতৃত্বকেও।

Latest Videos

কিন্তু সাতসকালে বিজেপ নেত্রীর বাড়ির সামনে এমন পোস্টার কারা লাগল?  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাদা কাগজে নীল কালি দিয়ে লিখে পোস্টারগুলি মারা হয়েছে। তবে পোস্টারের নিচে কারও নাম ও কোনও সংগঠনের নাম লেখা ছিল না। বিজেপি নেত্রী তাপসী মণ্ডলের অবশ্য দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় বিজেপি করছেন তিনি।  রাজনৈতিক কারণে তাঁর বাড়িতে সামনে পোস্টার লাগিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শাসকদলের স্থানীয় নেতৃত্ব।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই নিউটাউনে আকন্দকেশরী এলাকাতেই বেশ কয়েকটি জায়গায় 'বিজেপি করলে মাথা কেটে নেব'  লেখা পোস্টার পড়েছিল। সেবারও যথারীতি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  ঘটনার তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ।  গত পুরভোটে নিউটাউনের আকন্দকেশরী এলাকায় তিন ওয়ার্ডের এগিয়েছিল বিজেপি।  তাহলে কি রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এমন পোস্টার পড়ল? খতিয়ে দেখছে পুলিশ।

Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু