নির্বাচনের আগেই রাজ্যে তৈরি হচ্ছে নতুন আরও তিনটি পুলিশ ব্যাটেলিয়ন

রাজ্য তৈরি হচ্ছে পুলিশের আরো তিনটি ব্যাটেলিয়ন

বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

কোচবিহার, ঝাড়গ্রাম, এবং পাহাড়ে তিনটি পুলিশ ব্যাটেলিয়ন গঠিত হবে

মুখ্যমন্ত্রী জানিয়েছেন দীর্ঘ দিন ধরেই মানুষের এই দাবি ছিল

 

amartya lahiri | Published : Nov 11, 2020 3:03 PM IST / Updated: Nov 11 2020, 08:34 PM IST

রাজ্য তৈরি হচ্ছে পুলিশের আরো তিনটি ব্যাটেলিয়ন। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘ দিনের মানুষের দাবি মেনে কোচবিহার, ঝাড়গ্রাম , পাহাড়ে তিনটি পুলিশ ব্যাটেলিয়ন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩১ জানুয়ারি ২০২১ এর মধ্যে ব্যাটেলিয়ান তৈরীর কাজ সম্পন্ন হবে।


কোথায় কোথায় হবে ব্যাটেলিয়ন

কোচবিহারে - নারায়ণী ব্যাটেলিয়ন
পাহাড়ে - গোর্খা ব্যাটেলিয়ন
ঝাড়গ্রাম - জঙ্গলমহল ব্যাটেলিয়ন

এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রতি ব্যাটালিয়নের জন্য এক হাজার করে নিয়োগ করা হবে। সব মিলিয়ে তিন হাজার নিয়োগ করা হবে বলে জানান তিনি।


একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাগডোগরা বিমানবন্দর এর পাশে ৯৯ একর জমি বিমান বন্দর কর্তৃপক্ষ এর হাতে তুলে দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলো মন্ত্রিসভার বৈঠকে। যদিও উত্তরবঙ্গ সফরে থাকাকালীন বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে এই জমী দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

Share this article
click me!