রণক্ষেত্র দুই কলেজের চেহারা দেখে আগামীকাল প্রতিবাদী মিছিলের ডাক মমতার

Published : May 14, 2019, 10:50 PM IST
রণক্ষেত্র দুই কলেজের চেহারা দেখে আগামীকাল প্রতিবাদী মিছিলের ডাক মমতার

সংক্ষিপ্ত

রণক্ষেত্র কলেজস্ট্রীট প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের আগামীকাল প্রতিবাদী মিছিলের ডাক

মঙ্গলবার বিজেপি সভাপতি অমিত শাহ-র শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্র কলেজস্ট্রীট। ঘটনার প্রতিক্রিয়া মুখ খুললেন মুখ্যমন্ত্রী। পুলিশের নকল বিজ্ঞপ্তির ছড়িয়ে পরার জেড়ে সমস্যা, তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।

অগ্নিগর্ভা কলেজস্ট্রীটের ঘটনা নজরে আসার পরই, মমতা বন্দ্যোপাধ্যায় বেহালা চৌরাস্তার জনসভা থেকে প্রকাশ্যে ঘটনার ধিক্কার জানিয়ে বলেন, নকশাল আমলেও এমন দুর্ভাগ্য জনক ঘটনা ঘটেনি। উত্তর কলকাতায় অমিত শাহ বর্ণাঢ্য শোভাযাত্রার শেষেই অগ্নিগর্ভ হয়ে পরে বিদ্যাসাগর কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়। বিক্ষোভের জেড়ে ভেঙে পরে দুশো বছরের পুরনো বিদ্যাসাগর মূর্তিও।

মঙ্গলবার এই নিন্দনীয় ঘটনাকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া সরূপ তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ভোট বয়কটের ডাক দেয়। সঙ্গে আরও উল্লেখ করা হয়, বিজেপির এত দুঃসাহস, যে তারা আমাদের পথপ্রদর্শক মণিষীদেরও সন্মান করে না, কীভাবে তারা পারল বিদ্যাসাগরের মূর্তি ভাঙতে, আগামীকাল এই ঘটনার পরিপেক্ষিতে প্রতিবাদী মিছিলের ডাক মুখ্যমন্ত্রীর।

 

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?