জ্বালানির মূল্যবৃদ্ধিতে মধ্যপিত্তের হেঁশেলে আগুন, শনি-রবি প্রতিবাদ মিছিল তৃণমূলের

  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে মোদী সরকারকে তোপ তৃণমূলের 
  • একধাক্কায় আকাশ ছুঁল গ্যাস, পেট্রোলের, কেরোসিনের দাম 
  • শনিবার-রবিবার বিভিন্ন জেলায়  প্রতিবাদ মিছিল তৃণমূলের
  • এদিন এনিয়ে বিস্তারিত বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 

Asianet News Bangla | Published : Feb 19, 2021 12:44 PM IST

জ্বালানির মূল্যবৃদ্ধিতে মোদী সরকারকে তোপ তৃণমূলের।  রান্নার গ্যাস,  পেট্রোলের, কেরোসিন, ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে  ২০ এবং  ২১ তারিখ শনিবার এবং রবিবার বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে  প্রতিবাদ মিছিল সংঘটিত হবে।

এদিন পার্থ চট্টোপাধ্যায় জানালেন,' যেভাবে রান্নার গ্যাসের দাম বাড়ছে পেট্রোলের, কেরোসিন, ডিজেলের দাম বাড়ছে সাধারণ মানুষের হেঁশেলে আগুন ধরে যাচ্ছে মূল্যবৃদ্ধির কারণে। তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগেও আমরা রাস্তায় নেমেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে আগেও প্রতিবাদ করেছে। এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহনের উপর শিল্পের ওপরে কৃষির উপরে খাদ্যশস্যের উপরে এক বিরাট প্রভাব পড়বে। খেটে খাওয়া মানুষ, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, গৃহস্থের হেঁসেলে আগুন রান্নার গ্যাসে এইভাবে দরবৃদ্ধি বিজেপি সরকার বারবার করছেন। তার বিরুদ্ধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিবাদ মিছিল বের করবার ২০ এবং  ২১ শনিবার এবং রবিবার বিভিন্ন জেলায় এই প্রতিবাদ মিছিল সংঘটিত হবে।'

' আগামীকাল দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের হবে যাদবপুর থানা থেকে যাওয়া হবে যদু বাবুর বাজার  পর্যন্ত।  আগামী রবিবার বেহালা থ্রি এ বাস স্ট্যান্ড থেকে ১৪ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত বেহালার পূর্ব-পশ্চিমকে কেন্দ্র করে এই একই প্রতিবাদ মিছিল হবে রবিবার বেলা তিনটে। তেমনি উত্তর কলকাতাতেও আমাদের এই প্রতিবাদ মিছিল হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে  শ্যামবাজার থেকে সেটি যাবে  সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত। এছাড়া তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে বিভিন্ন পেট্রলপাম্পের সামনে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি এবং পেট্রোল-ডিজেল জাতীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে বিক্ষোভ এবং পোস্টার এবং ফ্লেক্স জানানো হবে. একইভাবে কাকলি ঘোষ দস্তিদার এর নেতৃত্বে বঙ্গ জননী তারাও গ্যাসের বিভিন্ন দোকানে যেখান থেকে গ্যাস বন্টন করি, আমরা গ্যাস সিলিন্ডার পাই সেই সমস্ত দোকানের সামনে তারা বিক্ষোভ করবেন।'

Share this article
click me!