'একজনেরর জন্য দলকে দায়ী করা ঠিক নয়', SSC নিয়ে পার্থর সঙ্গে দুরত্ব তৈরি করলেন কুণাল

Published : May 18, 2022, 06:34 PM ISTUpdated : May 18, 2022, 07:42 PM IST
 'একজনেরর জন্য দলকে দায়ী করা ঠিক নয়', SSC নিয়ে পার্থর সঙ্গে দুরত্ব তৈরি করলেন কুণাল

সংক্ষিপ্ত

কুণাল ঘোষ পার্থর সঙ্গে দলের দূরত্ব তৈরি করতে শুরু করলেন। তবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করে তিনি বলেছেন, একজনের জন্য গোটা দলকে দায়ি করা ঠিক হবে না। তবে কুণাল ঘোষ জানিয়েছেন মামলাটি এখনও বিচারাধীন।

এসএসসি দূর্ণীতি মামলা রীতিমত বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্ট পার্থ চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলা শুনলোই না। এই অবস্থায় সিবিআই জেরা এড়িয়ে যাওয়া প্রায় দুষ্কর প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে। তখনই তৃণমূল কংগ্রসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি পার্থর সঙ্গে দলের দূরত্ব তৈরি করতে শুরু করলেন। তবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করে তিনি বলেছেন, একজনের জন্য গোটা দলকে দায়ি করা ঠিক হবে না। তবে কুণাল ঘোষ জানিয়েছেন মামলাটি এখনও বিচারাধীন। তাই তাই তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না। পাশাপাশি তিনি এদিন বলেন তৃণমূল কংগ্রেস রাজ্যের উন্নতির জন্য যথেষ্ট ভালো কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট সক্রিয় রাজ্যের উন্নয়ন নিয়ে। 

বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলা শোনেনি কলকাতা হাইকোর্ট। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই-এর সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্যপাল জগদীপ ধনখড়ও মুখ্যমন্ত্রীকে বলেছেন অবিলম্বে পার্থকে তাঁর পদ থেকে যাতে সরিয়ে দেওয়া হয়। এই সময়ই কুণাল ঘোষ বলেছেন,  পার্থর সঙ্গে দলের দূরত্ব তৈরি করলেন। 

এর আগে বাগটুইকাণ্ডেও এমনটা করেছিলেন কুণাল ঘোষ। সেই সময় বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে দলের দূরত্ব তৈরি করেছিলেন তিনি। সেই সময় তাঁর বক্তব্য ছিল বাগটুইকাণ্ডের দায় তৃণমূল কংগ্রেসের নয়। এই দায় স্থানীয় তৃণমূল নেতাদের। এদিন কুণাল ঘোষকে সেই একই ভূমিকায় দেখা গেল। এদিন কুণাল ঘোষ বলেছেন, কোনও ব্যক্তির জন্য যদি সাধারণ ছাত্র-ছাত্রীদের ক্ষতি হয় তাহলে সরকারকে দায়ি করা ঠিক নয়। এই মন্তব্য করে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা সূক্ষ পার্থক্য তৈরি করে দিয়েছেন। তারপরই তিনি বলেন আইন আইনের পথেই চলবে। তিনি আরও বলেছেন, সামান্যতম ভূল হলেও দল তাকে সমর্থন করবে না। দল সেই কাজকে সমর্থন করবে না। 

দুর্ণীতি প্রসঙ্গে কুণাল ঘোষ  বলেন এসএসসি প্রথম নয়। মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির মত দুর্ণীতির কথাও মনে করিয়ে দেন তিনি। একাধিক দুর্ণীতির উদাহরণ দিলেও কুণাল স্পষ্ট করে দেন দল কোনও বেআইনি কাজই সমর্থন করে না। 

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর