নবীনবরণ ঘিরে তোলপাড় কলকাতা বিশ্ববিদ্যালয়, খোদ তৃণাঙ্কুরের বিরুদ্ধেই অভিযোগ টিএমসিপি-র

নবীনবরণ অনুষ্ঠান ঘিরে তোলপাড় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রিট ক্যাম্পাস।   তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে সরাসরি এমটাই তোপ দেগেছেন বিশ্ব বিদ্যালয়ের টিএমসিপি-র সদস্যারা। 

Web Desk - ANB | Published : Apr 27, 2022 9:11 AM IST / Updated: Apr 27 2022, 07:04 PM IST

নবীনবরণ অনুষ্ঠান ঘিরে তোলপাড় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রিট ক্যাম্পাস। তৃণমূলের ১ নং বরোর চেয়ারম্যান তরুণ সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। নবীনবরণ অনুষ্ঠান হওয়া নিয়ে গোটা ঘটনায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিট। বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রিট ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে ঢুকতে বাধা দেওয়ায় আক্রোশ। নবীনবরণ অনুষ্ঠান ভন্ডুল করার চেষ্টা। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে সরাসরি এমটাই তোপ দেগেছেন বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি-র সদস্যারা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি।

এদিকে নবীনবরণ অনুষ্ঠান অন্যদিন করা যেতে পারে বলে প্রতিক্রিয়া দিয়েছেন  তৃণমূলের ১ নং বরোর চেয়ারম্যান তরুণ সাহা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি-র দাবি নবীনবরণ অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই ৮ হাজার টাকায় 'মোহিত মৈত্র মঞ্চ' ভাড়া নেওয়া হয়ে গিয়েছে। অভিযোগ মঙ্গলবার আচমকাই তৃণমূলের ১ নং বরোর চেয়ারম্যান তরুণ সাহা শীততাপ নিয়ন্ত্রন যন্ত্র বিকল থাকার কারণ দেখিয়ে এদিনের অনুষ্ঠান বাতিল করতে বলেন। এরপরেও প্রয়োজনীয় জিনিস নিয়ে অনুষ্ঠান মঞ্চে পৌঁছে যান  বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি-র সদস্যরা। এরপরেই ঘটনার মোড় ঘোরে। ধুন্ধুমার লেগে যায় কলেজস্ট্রিট ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের  সদস্যরা ক্ষোভে ফেঁটে পড়ে জানতে চায়, 'কেন এমন ঘটনা ঘটবে।'  পরিস্থিতি স্বাভাবিক রাখতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পৌঁছয় কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। যদিও 'পুলিশ এসে হুমকি দিচ্ছে সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে এখানে অনুষ্ঠান করতে দেওয়া হবে না', বলে অভিযোগ।

আরও পড়ুন, অনুব্রত-র দেহ রক্ষীর গাড়ি দুর্ঘটনাকে ঘিরে 'ষড়যন্ত্র' ? সিবিআই তদন্তের দাবি অনুপম হাজরার

তবে এদিন বরো চেয়ারম্যান বলেন, কে কী অভিযোগ করেছে,' আমি তা জানি না। তবে এসি মেশিন খারাপ হয়ে যাওয়ার বিষয়টি আমি গতকাল রাতেই জানিয়ে দিয়েছিলাম। এসি মেশিন ছাড়া ওই মঞ্চে কোনও অনুষ্ঠান করতে দেওয়া সম্ভব নয়। আমার উপরে কেউ প্রভাব খাটাননি। এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক হাত নেই। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কোনও ব্যক্তিগত ঝামেলা হয়ে থাকলে, আমাদের কাছে তার খবর নেই। তবে এর সঙ্গে তৃণমূল গোষ্ঠীদন্দ্বের কোনও যোগাযোগ নেই। পাশাপাশি তিনিও এও জানিয়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অনুষ্ঠান করলে উপাচার্যের একটি চিঠি আবশ্যক। ারা বুকিং করে গিয়েছিলেন, তাঁরা সেই চিঠি আনেননি। স্বাভাবিকভাবেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান বাতিল করা হয়েছে।' যদিও এই কথা মানতে নারাজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রছাত্রীর দল তথা টিএমসিপি-সদস্যরা।

আরও পড়ুন, 'আমার কোনও পাসপোর্ট নেই', অনুব্রত-র কথা বিশ্বাস হল না সিবিআই-র, কেষ্টকে 'ঘিরতে' বড় বৈঠক দিল্লিতে

আরও পড়ুন, তীব্র দাবদাহে ছাত্রীর মৃত্যু, আগামী ৪৮ ঘন্টা তাপপ্রবাহ নিয়ে খুব সতর্ক থাকুন, ঝড়-বৃষ্টি কী বার্তা

Share this article
click me!