Meghalaya TMC: কলকাতায় মমতা-অভিষেকের সঙ্গে সাক্ষাত মেঘালয়ের তৃণমূল নেতাদের

মেঘালয়ের ১২ জন নেতাকে শাল পরিয়ে স্বাগত জানান মমতা। প্রত্যেকে প্রতি নমস্কার করে তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানান।

কলকাতায় (Kolkata) এলেন মেঘালয়ের(Meghalaya) তৃণমূলের নেতারা (TMC Leaders)। তৃণমূল ভবনে (Trinamool Bhaban) অবশেষে মেঘালয় থেকে আসা তৃণমূল নেতাদের ভিড়। তাঁরা সাক্ষাত করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banejee) সঙ্গে। উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মেঘালয়ের ১২ জন নেতাকে শাল পরিয়ে স্বাগত জানান মমতা। প্রত্যেকে প্রতি নমস্কার করে তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানান। 

নভেম্বর মাসের মাঝামাঝি মেঘালয়ের রাজনীতিতে বড়সড় পরিবর্তন আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে সেরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা(Mukul Sangma) যোগ দেন তৃণমূল কংগ্রেসে (TMC)। সঙ্গে ছিলেন আরও ১১জন কংগ্রেস বিধায়ক (Congress MLAs)। উল্লেখ্য, এই রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ৬০ সদস্যের বিধানসভা নির্বাচনে কোনো আসন না জিতলেও, তৃণমূল কংগ্রেস মেঘালয় হাউসে প্রধান বিরোধী দল হয়ে উঠেছে। এদিকে, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংমাকে হতাশ করে  সেপ্টেম্বরে রাজ্য কংগ্রেসের সভাপতি হিসাবে শিলং লোকসভার সদস্য ভিনসেন্ট এইচ পালকে নিযুক্ত করা হয়। ফলে ক্ষোভ দানা বাঁধে। 

৬০ আসন বিশিষ্ট মেঘালয় (Meghalaya) বিধানসভায় কংগ্রেসের (Congress) বিধায়ক সংখ্যা ১৮। NDA জোটের কাছে রয়েছে ৪০ জন বিধায়ক। বিরোধী নেতা মুকুল সাংমার নেতৃত্বে ১৮জন কংগ্রেস বিধায়কের মধ্যে ১২ জন মেঘালয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে, রাজ্যের পার্টি ইনচার্জ মনীশ চতর্থ শিলং যান বলে খবর। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব এবং সাংমার ঘনিষ্ঠ সহযোগী পৃথকভাবে সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে বিরোধী নেতা সহ ১১ জন কংগ্রেস বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূলে যোগদানকারী ১২ জন কংগ্রেস বিধায়কের মধ্যে আটজন বিধায়ক গারো পাহাড়ের, আর চারজন বিধায়ক খাসি জৈন্তিয়া পাহাড়ের। 

এরই মধ্যে সাংমা গত মাসে কলকাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেন। তবে পরে সাংমা একে সৌজন্য সাক্ষাৎ বলে অভিহিত করেছিলেন। উল্লেখ্য, ৬০ আসনের মেঘালয় বিধানসভায় মোট ৪০টি আসন রয়েছে শাসক জোট এনডিএ-র হাতে। এতদিন কংগ্রেসের পক্ষে ছিল মোট ১৮টি আসন। বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন মুকুল সাংমা। 

কিন্তু, এদিন ১৮ জন বিধায়কের মধ্যে ১২ জনই তৃনমূল কংগ্রেসে যোগ দেওয়ায়, মেঘালয় বিধানসভায় জাতীয় কংগ্রেসের বিধায়ক সংখ্যা দাঁড়ালো মাত্র ৬ জন। প্রধান বিরোধী দলের তকমাও হারালো তারা। তার জায়গায় উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের প্রধান বিরোধী দল এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। 

Share this article
click me!

Latest Videos

এ কী ভয়ানক দৃশ্য! ঘর ভেঙে ঢুকে গেল আস্ত গাড়ি, আতঙ্কে South 24 Parganas-এর Basanti | South 24 Pargana
তৃণমূল মানে কি? : শুভেন্দু | Suvendu Adhikari | Shorts | #shorts | #bjpnews | #banglanews
'বাংলাদেশের সেনাবাহিনী? সেটা আবার কি' চরম খিল্লি শুভেন্দুর | Suvendu Adhikari | #shorts | #bjp
Suvendu Adhikari Live : রামনগরের মঞ্চে ঝাঁঝাল ভাষণ শুভেন্দুর! দেখুন সরাসরি | Asianet News Bangla
'AAP গত ১০ বছরে দিল্লির বড় ক্ষতি করে দিয়েছে', নির্বাচনী প্রচারে গিয়ে বিস্ফোরক Narendra Modi