অচেনা নির্জন জায়গায় আচমকাই উবের থামিয়ে দিল চালক, ভয়াবহ অভিজ্ঞতা রাতের কলকাতায়

Published : Jul 18, 2021, 04:53 PM IST
অচেনা নির্জন জায়গায় আচমকাই উবের থামিয়ে দিল চালক, ভয়াবহ অভিজ্ঞতা রাতের কলকাতায়

সংক্ষিপ্ত

জোর করে যাত্রীকে নরেন্দ্রপুর থানার খেয়াদহ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে গাড়ির মধ্যে তাকে মারধর করা হয়। মেরে তার কান ফাটিয়ে দেওয়া হয়।

উবেরে উঠে সর্বস্ব খোয়ালেন বেসরকারি সংস্থায় কর্মরত এক যুবক। নাম অনির্বাণ সেনগুপ্ত। তাঁর বাড়ি বাঁশদ্রোনি থানা এলাকায় বলে জানা গিয়েছে। রুবি থেকে তিনি তাঁর বান্ধবীকে নিয়ে মন্দিরবাজার যান। মন্দিরবাজারে বান্ধবীকে ছেড়ে তিনি ফিরছিলেন রুবিতেই। 

জোর করে যাত্রী অনির্বাণ সেনগুপ্তকে নরেন্দ্রপুর থানার খেয়াদহ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে গাড়ির মধ্যে তাকে মারধর করা হয়। মেরে তার কান ফাটিয়ে দেওয়া হয়। শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়। কেড়ে নেওয়া হয় মানিব্যাগ, গুরুত্বপূর্ণ নথিপত্র, ATM কার্ড, মোবাইল। রাত্রি ১০টার আশেপাশে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। 

সর্বস্ব কেড়ে নেওয়ার পর তাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় উবের চালক। পরে এলাকায় এক ব্যক্তির সাহায্যে তাঁর ফোন থেকে বাড়িতে খবর দিলে বাড়ির লোক এসে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর