রাস্তায় আনফিট গাড়ি নামলেই সিজ করা হবে, ধর্মতলার বাস দুর্ঘটনার পর কড়া বার্তা ফিরহাদের

ফিটনেস সার্টিফিকেট ছাড়া রাস্তায় গাড়ি নামলেই এবার থেকে সিজ করা হবে বলে জানালেন কলকাতার মেয়র। ইতিমধ্যেই শুরু হয়েছে আনফিট গাড়ির ধরপাকড়।  

ফিটনেস সার্টিফিকেট ছাড়া রাস্তায় গাড়ি নামলেই এবার থেকে সিজ করা হবে বলে জানালেন কলকাতার মেয়র। ইতিমধ্যেই শুরু হয়েছে আনফিট গাড়ির ধরপাকড়। উল্লেখ্য, ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের (Dorina crossing in Kolkata ) সামনে উল্টে যায় একটি যাত্রীবোঝাই বাস। আহত হন প্রায় ২০ জনের উপরে। এদিকে দুর্ঘটনায় কবলিত ওই বাসটি ফিট ছিল না বলেই জানান ফিরহাদ।  বাসটির অবস্থা দুর্বল না হলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। আর তারপরেই কড়া নির্দেশ দেন কলকাতার মেয়র তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) 

Latest Videos

ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের বাস দুর্ঘটনার পর, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই ঘটনায় আহত হয়েছে যাত্রীরা। আমি ইতিমধ্যেই কলকাতা আরটিও-কে বলেছি যে, যে বাসগুলি আনফিট অর্থাৎ দুর্বল, সেই বাসগুলিকে অবিলম্বে সিস করে দেওয়া হোক। দুর্ঘটনায় কবলিত বাসটি শুধু আনফিট নয়, বাসটির টায়ার রিসোলিং ছিল। সেজন্য বাসটি ওজন নিতে না পেরে মোড় ঘুরতে গিয়ে উল্টে যায়। আমরা বাঁচোয়া, যে এটা অল্পের উপর দিয়ে গিয়েছে। আমি পুলিশ কমিশনারকে হোয়াটসঅ্যাপ করেছি এবং আমাদের দফতরকেও বলেছি, যে যত দ্রুত সম্ভব এবার চেকিং করা হোক। কোনটা ভ্য়ালিড ভেইক্যাল আর কোনটার ভ্যালিডিটি নেই।'

উল্লেখ্য দুর্ঘটনা কবলিত মিনি বাসটির কোনও ফিটনেস সার্টিফিকেট তো ছিলই না, তার পাশাপাশি ছিল না কোনও বৈধ কাগজ পত্র। এমনকি বাসটির বিরুদ্ধে থানায় ২০৩ ট্রাফিক মামলা ছিল। নতুন ট্রাফিক আইনে যে জরিমানা ধার্য হয়েছে, তা কোনওভাবেই কমানো হবে না বলে সাফ জানান ফিরহাদ।অপরদিকে জরিমানা বৃদ্ধির নয়া আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছে বাস-ট্যাক্সি-ট্রাক সংগঠনগুলি। সাতটি সংগঠন মিলে তৈরি হয়েছে পরিবহণ বাঁচাও কমিটি। কসবা পরিবহণ ভবনে বিক্ষোভ দেখান তাঁরা। জমা দিয়েছেন ডেপুটেশনও।

আরও পড়ুন, 'আপনার জন্য আমার ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে', মমতার ব্লক বিতর্কের পর কি পিছু হঠলেন রাজ্যপাল

প্রসঙ্গত, রবিবার দুপুরে বড়সড় দুর্ঘটনা ঘটে ধর্মতলায়। ডোরিনা ক্রসিংয়ের সামনে উল্টে যায় একটি যাত্রীবোঝাই বাস। ওই ঘটনায় আহত হন ২০ জনের উপরে। তাদের মধ্যে  ১২ জনকে এসএসকেম-এ নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ছিল বলেও জানা যায়।  বাসে মোট যাত্রী ছিল ৫০ জন। জানা গিয়েছে, বাসের চাকা ফেটে ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে উল্টে দুর্ঘটনাটি হয়েছে। পার্ক সার্কাস থেকে এসএন বান্যার্জী যাচ্ছিল বাসটি।আচমকা ডোরিনা ক্রসিয়ের কাছে গিয়ে বিকট শব্দ করে ফেটে যায় বাসের চাকা। বিষয়টি নজর পড়তেই ছুটে আসেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে ধেয়ে আসছিল। তারপর তা একটি বাতিস্তম্ভে ধাক্কা মারে। এরপরেই প্রচন্ড আওয়াজ করে ফেঁটে যায় বাসের চাকা।জানা গিয়েছে মিনিবাসে একই পরিবাররে সদস্যরা ছিলেন। জানা গিয়েছে, আশীর্বাদের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। তবে বিগত বছরগুলিতে পরিবহণ নিয়ে এত সর্তকতা অভিযান চালানো সত্ত্বেও আগের অবস্থান থেকে এখনও সরেনি শহরের বাস। যার অন্যতম জ্বলন্ত উদাহরণ ডোরিনা ক্রসিংয়ের দুর্ঘটনা।

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল