লকডাউনের সময়ে শহরে অস্বাভাবিক মৃ্ত্য়ু প্রৌঢ়ের

Published : Mar 27, 2020, 04:10 PM IST
লকডাউনের সময়ে শহরে অস্বাভাবিক মৃ্ত্য়ু  প্রৌঢ়ের

সংক্ষিপ্ত

লকডাউনের মধ্য়ে প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্য়ু  ভূকৈলাশ রোডের একটি ঝুপড়িতে থাকতেন তিনি প্রৌঢ় একাই থাকতেন সেখানে, জানিয়েছেন স্থানীয়রা শুক্রবার সকালে ওই ঝুপড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়

কলকাতার দক্ষিণ পোর্ট থানার ভূকৈলাশ রোডে অস্বাভাবিক মৃত্য়ু প্রৌঢের।  নাম মনোজ মাহাতো। পেশায় তিনি ফল বিক্রেতা ছিলেন বলে জানা গিয়েছে।

ভূকৈলাশ রোডের একটি ঝুপড়িতে থাকতেন ওই মাঝবয়সী ফলবিক্রেতা।  শুক্রবার সকালে স্থানীয়রা প্রাতঃভ্রমণে  বেরিয়ে দেখতে পান, ওই ঝুপড়ি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ঝুপড়ির দিকে ছুটে  যান কয়েকজন। দেখা যায়, অগ্নিদগ্ধ হয়ে পড়ে রয়েছেন ওই প্রৌঢ়। জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর দেওয়া দমকলে। যদিও স্থানীয়দের অভিযোগ, দমকল আসে ঘণ্টাদেড়েক বাদে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দক্ষিণ পোর্ট থানার পুলিশ। দেহ উদ্ধার করে  নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, ওই প্রৌঢ় একাই থাকতেন ঝুপড়িতে। সেভাবে দেখার মতো কেউ ছিল না। ওই ঝুপড়ি থেকে একটি গ্য়াস সিলিন্ডার পাওয়া যায়। তবে আগুন লাগার কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য় নিয়ে যাওয়া হয়েছে।

 

PREV
click me!

Recommended Stories

বেলডাঙায় ব্যবহার করতে হবে কেন্দ্রীয় বাহিনীকে, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
SIR-এ তথ্যগত অসঙ্গতির অভিযোগ? তালিকা প্রকাশ নিয়ে নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের