উচ্চ মাধ্যমিকে ৫০০ র মধ্যে ৪৯৯ , মেধাতালিকা প্রকাশ না হলেও জেনে নিন 'গ্রেড'-এর তালিকা

Published : Jul 17, 2020, 04:23 PM IST
উচ্চ মাধ্যমিকে ৫০০ র মধ্যে ৪৯৯ , মেধাতালিকা প্রকাশ না হলেও জেনে নিন 'গ্রেড'-এর তালিকা

সংক্ষিপ্ত

আজ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল এই বছরের উচ্চমাধ্যমিকে বসেছে ৮ লক্ষের কাছাকাছি এইবছর পাশের হার ৯০.১৩ শতাংশ, যা উচ্চমাধ্যমিকে রেকর্ড করেছে  বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৮.৪৩ শতাংশ

আজ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল।  এই বছরের উচ্চমাধ্যমিকে বসেছে ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। ১২ মার্চ শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং চলেছিল ২১ মার্চ পর্যন্ত। তারপর লকডাউনের কারণে তা বন্ধ হয়ে যাওয়ায় বাকি পরীক্ষা হয়নি। চলতি মাসের ৩১ জুলাই স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে। ১০ আগস্ট থেকে শুরু হবে অনলাইন ভর্তির প্রক্রিয়া। এই বছর উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশ না হলেও জেনে নিন গ্রেডের তালিকা।


 মেধাতালিকা ছাড়া দেখে নিন গ্রেডের তালিকা,

  • 'এ' গ্রেড (৯০-১০০) পেয়েছে ৩০ হাজার ২২০ জন।
  •  'এ+' (৮০-৮৯) পেয়েছে ৮৪ হাজার ৭৪৬ জন।
  • বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৮.৪৩ শতাংশ।
  • বাণিজ্য বিভাগে পাশের হার ৯২.২২ শতাংশ।
  •  কলা বিভাগে পাশের হার ৮৮.৭৪ শতাংশ।
  • এই বছর উচ্চমাধ্যমিকে ছেলেদের পাশের হার ৯০.৪৪ শতাংশ।
  •  মেয়েদের পাশের হার ৯০ শতাংশের বেশি।
  • এই বছর পাশের হার ৯০.১৩ শতাংশ, যা উচ্চমাধ্যমিকে রেকর্ড করেছে।
  • মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩ জন।
  • পাশ করেছে ৬ লক্ষ ৮০ হাজার  ৫৭ জন। 
  •  আগামী ৩১ জুলাই  ৫২টি কেন্দ্র থেকে মার্কশিট দেওয়া হবে।
  •  আজ বিকেল থেকে ওয়েবসাইট থেকে মার্কশিট ডাউনলোড করতে পারবেন পড়ুয়ারা।

PREV
click me!

Recommended Stories

Kolkata Book Fair: বইমেলায় মুখ্যমন্ত্রীর ৯টি বইপ্রকাশ, ১০ কোটি ব্যয়ে হবে 'বইতীর্থ'
কুয়াশার মাঝেই হাওয়া বদল? সরস্বতী পুজোয় কেমন খেলা দেখাবে শীত? কী বলছে হাওয়া অফিস?