বৃষ্টিতে ভেস্তে যেতে পারে পুজোর বাজার, সতর্ক করে দিল হাওয়া অফিস

  • পুজোর বাজারে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি
  • ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সম্ভাবনা
  • উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত

সপ্তাহান্তে ভেস্তে যেতে পারে পুজোর শপিং। কারণ আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আগামী আটচল্লিশ ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

আবহবিদরা জানাচ্ছেন, এই মুহূর্তে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে আগামী চব্বিশ ঘণ্টায় দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরের অনেক জায়গাতেই বৃষ্টির সতর্কতা রয়েছে। তার মধ্যে দুই চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছ। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। 

Latest Videos

পুজোর আর দশদিন মতো বাকি। তার আগে পাওয়া যাবে মাত্র দু'টি উইকএন্ড। ফলে শনি- রবিবারে পুজোর বাজারে ভিড় বাড়বেই। কিন্তু বৃষ্টির জন্য অনেকেরই সেই পরিকল্পনা ভেস্তে যেতে পারে। এ দিন সকাল থেকে কলকাতাতেও আকাশের মুখ ভার, সঙ্গে বিক্ষিপ্তি বৃষ্টিপাত চলছে। 

হাওয়া অফিস থেকে অবশ্য কিছুটা হলেও স্বস্তির খবর দেওয়া হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিতে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হলেও কমবে। 
 

Share this article
click me!

Latest Videos

বন্দে মাতরম গর্জন শুনেই পালালো বাংলাদেশী সেনা! BSF দাঁড়িয়ে দেখল বাংলার 'দেশপ্রেম' | Malda News
বাপরে! কাঁপছে ঘর, দুলছে ফ্যান! সাতসকালে কেঁপে উঠল নেপাল, বিহার ও কলকাতা | Nepal Earthquake Today
'TATA-কে তাড়িয়ে সিঙ্গুর নয়, নন্দীগ্রামের জন্যই পিসি আজ মুখ্যমন্ত্রী' চরম কথা Suvendu Adhikari-র
আজ ২৬ হাজার চাকরির ভবিষ্যৎ কি হবে? বড় আপডেট দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Nandigram
'আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়' নন্দীগ্রামে চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari Nandigram