কয়েক পশলা বৃষ্টিতে ভিজল শহর! এবার কি গরম কমবে, জানাচ্ছে হাওয়া অফিস

swaralipi dasgupta |  
Published : Jul 16, 2019, 06:05 PM IST
কয়েক পশলা বৃষ্টিতে ভিজল শহর! এবার কি গরম কমবে, জানাচ্ছে হাওয়া অফিস

সংক্ষিপ্ত

অবশেষে কয়েক পশলা বৃষ্টির দেখা মিলল কলকাতা সহ দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে উত্তরবঙ্গে বানভাসি অবস্থা হলেও, এবার দক্ষিণবঙ্গ থেকে মুখ ঘুরিয়ে রেখেছে বর্ষা তাই গরমে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গের মানুষের  

অবশেষে কয়েক পশলা বৃষ্টির দেখা মিলল কলকাতা সহ দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে। উত্তরবঙ্গে বানভাসি অবস্থা হলেও, এবার দক্ষিণবঙ্গ থেকে মুখ ঘুরিয়ে রেখেছে বর্ষা। তাই গরমে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গের মানুষের। 

এরই মধ্যা আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্মচাপ অক্ষরেখা হিমালয়ের পাদদেশে ছিল। সেটি ক্রমশ নেমে আসছে। 

এখন অবস্থান করছে রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে। এর ফলে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে উত্তর বঙ্গে আরও ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত হবে। 

নিম্নচাপ অক্ষরেখা নীচে নেবে আসার ফলে দক্ষিণবঙ্গের সব জায়গায় ঝোড়ো হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  কিন্তু তার জন্য দিনের তাপমাত্রা কমবে না। ফলে দিনে একই রকম অস্বস্তি বজায় থাকবে। বিকেলের দিকে ঝড় বৃষ্টি হওয়ার জন্য রাতের তাপমাত্রা একটু কমবে। তবে ভারী বৃষ্টিপাত এখনও হবে না। ফলে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে বিশেষ করে কলকাতা-সহ দুই ২৪ পরগণা, নদীয়া ও মুর্শিদাবাদে।

তবে এবার বর্ষার বৃষ্টি কবে তা এখনও  বোঝা যাচ্ছে না! এবার কি কলকাতা বর্ষাহীন হয়েই থেকে যাবে তা নিয়েও প্রশ্ন উঠছে.
 

PREV
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের