তাপমাত্রা কমবে আজ থেকে, জানাল হাওয়া অফিস

Published : Nov 03, 2019, 02:25 AM IST
তাপমাত্রা কমবে আজ  থেকে, জানাল হাওয়া অফিস

সংক্ষিপ্ত

রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই তাপমাত্রা কমতে পারে পশ্চিমের জেলাগুলিতে কলকাতা সহ বাকি জেলায় তাপমাত্রা একই থাকবে সকালের দিকে সামান্য শীতের আমেজ থাকবে     

আজ  রোদ ঝলমলে আবহাওয়া। রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামীকাল থেকে তাপমাত্রা কমতে পারে পশ্চিমের জেলাগুলিতে।  কলকাতা সহ বাকি জেলায় তাপমাত্রা একই থাকবে । সকালের দিকে সামান্য শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে আদ্রতাজনিত অস্বস্তিও থাকবে। আগামী সপ্তাহের শেষের দিকে শুক্র-শনিবার নাগাদ আবহাওয়ার পরিবর্তন হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা।  সেক্ষেত্রে ফের রাজ্যে মুখ দেখাতে পারে বৃষ্টি। তবে এখনই রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। কোথাও বৃষ্টি হলেও তা হাল্কা পরিমাণে হবে।

তবে এখনই রাজ্য়ে জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। চলতি সপ্তাহেই শীতের খামখেয়ালিপনা বোঝা যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে শীতের আগমনের আগেই শহরের বিপণিগুলিতে ঢুকে পড়েছে গরম জামা কাপড়। কলকাতার শীতের জন্য প্রস্তুতি নিচ্ছে পার্ক স্ট্রিট। তবে শীত না এলেও রাজ্য়ের বাতাস এবার শুষ্ক হওয়ার প্রবণতার দিকে এগোচ্ছে। অন্তত তেমনই জানান দিচ্ছে হাওয়া অফিস। তবে সাময়িকভাবে আগামী ২৪ ঘণ্টায় রাজ্য়ে আদ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা বেশি। 

PREV
click me!

Recommended Stories

রবিবারও কলকাতা মেট্রোর দুই রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা, পরীক্ষার্থীদের জন্য নয়া ঘোষণা
News Round Up: কলকাতায় পা রাখছেন মেসি থেকে শুরু করে শুভেন্দুর নিশানায় মমতা, সারাদিনের খবর এক ক্লিকে