হাঁসফাঁসানি গরমের হাত থেকে কি রেহাই মিলবে, কী বলছে হাওয়া অফিস

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ (North Bengal Weather) ও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) শুষ্ক আবহাওয়া থাকবে। 

যত দিন যাচ্ছে ততই বাড়ছে গরম (Summer Weather)। প্রতিদিনই প্রায় হু হু করে বাড়ছে তাপমাত্রা (Temperature)। সকাল থেকেই দেখা মিলছে রোদের (Morning Weather)। আর সকালের দিকটা একটু ঠান্ডাভাব (Cold Weather) থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে গরম। হাঁসফাঁসানি গরমে ওষ্ঠাগত হচ্ছে প্রাণ। তখন বাইরে বের হলেই যেন গায়ে ছ্যাঁকা লাগছে। তারপর আবার বিকেল থেকে আবহাওয়া (Evening Weather) কিছুটা হলেও ভালো হচ্ছে। কিন্তু, গরম যে কমে যাচ্ছে তা নয়। বাইরে বের হলেই সেই একই গরম দেখা যাচ্ছে। আর এই পরিস্থিতির হাত থেকে রেহাই পাওয়ার জন্য একটু বৃষ্টির (Rain Forecast) জন্য মুখিয়ে রয়েছেন রাজ্যবাসী। কিন্তু, বৃষ্টি নিয়ে খুব বেশি আশার কথা শোনাল না হাওয়া অফিস।  

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ (North Bengal Weather) ও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) শুষ্ক আবহাওয়া থাকবে। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের (Light rain) সম্ভাবনা রয়েছে। তবে বাকি রাজ্যের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। আর রাতের তাপমাত্রার ক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না। ফলে এই গরমের হাত থেকে এখনই রেহাই পাবেন না রাজ্যবাসী।  

Latest Videos

আরও পড়ুন- কলকাতায় হু হু করে বাড়ছে তাপমাত্রা, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে সিটি দক্ষিণ আন্দামান সাগরের উপর অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে আগামীকাল সকাল নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে। এটি উত্তরের দিকে মুভমেন্ট করবে ২১ মার্চ আরও একটু শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর উত্তর-পূর্ব দিকে গিয়ে মায়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপর ২২ তারিখ নাগাদ পৌঁছবে। যেহেতু সিস্টেমটা পশ্চিমবঙ্গের থেকে অনেক দূরে রয়েছে তাই পশ্চিমবঙ্গের উপর প্রভাবটা তেমন কিছু পরবে না। তবে ২২ মার্চ আংশিক মেঘলা থাকতে পারে রাজ্যের আকাশ। 

আরও পড়ুন- বকেয়া প্রায় ২০০ কোটি, স্বাস্থ্যসাথী কার্ড থেকে নিজেদের সরাতে স্বাস্থ্যভবনে চিঠি ২০টি নার্সিংহোমের

শীতকে বিদায় জানিয়ে বসন্ত এসে গিয়েছে রাজ্যে। কিন্তু, তার বিন্দুমাত্রও প্রভাব দেখা যাচ্ছে না। বরং মার্চেই চড়ছে তাপমাত্রার পারদ। চৈত্রের শুরুতেই রেকর্ড গরম কলকাতায়। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। আর মার্চেই কলকাতায় তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। যত দিন যাবে তত বাড়বে গরম। তার ফলে তাপমাত্রা আরও বাড়বে। আর আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সর্বনিম্ন তাপমাত্রা  ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ।

আরও পড়ুন- দোলে ‘রঙ রুটে’ যাদবপুর, ভাইরাল ভিডিও ঘিরে দানা বাঁধছে বিতর্ক

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর