দীর্ঘ অপেক্ষার অবসান। দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, এই সপ্তাহে আপাতত বৃষ্টি চলবে গোটা দক্ষিণবঙ্গে।
আপাতত মাঝারি বৃষ্টির সম্বাবনা থাকলেও বুধবার ভারি বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গে। বৃষ্টি হবে বৃহস্পতিবারও।
ঠিক কী কারণ এই বৃষ্টি? আবহবিদরা বলছেন, ঝাড়খণ্ড ও বাংলাদেশের উপর দুটি ঘূর্ণাবর্ত আছে। তার জেরে মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ। বাংলার উপর এই দুটি ঘূর্ণাবর্তই ঘনিয় আসছে ক্রমে। যার জেরে বুধ বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
প্রসঙ্গত গত কয়েক দিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় মাঝারি ও ভারী বৃষ্টি হলেও ভাগ্যের শিঁকে ছেড়েনি দক্ষিণবঙ্গের। এবার ঘূর্ণাবর্তে ফলেই তাপপ্রবাহের অস্বস্তি থেকে কিছুটা মুক্তি পাবে কলকাতা। তবে হাওয়া অফিস থেকে এও জানাচ্ছে বাতাসে আর্দ্রতা থাকবে প্রায় ৭০ শতাংশ। ফলে মেঘ কেটে গেলেই ভ্যাপসা গরমের ফলে অস্বস্তি হবে।
ইতিমধ্যেই মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, কেরালায় বৃষ্টি ঢুকবে আগামী ৬ জুন। কবে কলকাতার প্রতি পুরোপুরি সদর্থক হয় প্রকৃতি, দিন গুণছে সকলে। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড।