বর্ষা নিয়ে সুখবর জেলায়, শহরে কাল থেকে ভোগান্তি

  • বর্ষা এসেছে, তবু দুর্ভোগ রয়েছে দক্ষিণবঙ্গবাসীর কপালে
  • আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে উত্তরে
arka deb | Published : Jun 22, 2019 2:18 PM IST

পশ্চিমবঙ্গে বর্ষা এসেছে ২১ জুন। বৃষ্টিতে জ্বালা জুড়িয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের। তবে বৃষ্টির দেখা পায়ও নি কয়েকটি অঞ্চল। যেমন মালদা ,দুই দিনাজপুর, পুরুলিয়া ,বীরভূম। এবার শান্তি পেলেন এই জেলার বাসিন্দারাও। বর্ষা ঢুকল গোটা পশ্চিমবঙ্গেই।
হাওয়া অফিসের মতে, আগামী ২৪ ঘন্টা কলকাতা-সহ সব জায়গায় বিক্ষিপ্ত  বৃষ্টি হবে। তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমান কমবে দক্ষিণবঙ্গে। 

অন্য দিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে ক্রমে । আগামী কাল থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। টানা ভারী বর্ষণ চলবে ২৬ জুন পর্যন্ত। পর্বত সংলগ্ন পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হবে।

Latest Videos

প্রসঙ্গত দক্ষিণবঙ্গে কম বৃষ্টি হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে চাষের। পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে ৬০ শতাংশের বেশি ঘাটতি রয়েছে বৃষ্টির। এই বৃষ্টিতে সেই ঘাটতি মেটানো সম্ভব নয়। এবার বর্ষা শুরু থেকেই খামখেয়ালিপনা করছে। প্রতিবারের তুলনায় ১৫ দিন দেরিতে শহরে এসেছে সে। প্ৰশান্ত মহাসাগরের উষ্ণ জলতল, উত্তর ভারতের তাপপ্রবাহ ইত্যাদি নানা কারণে থমকে ছিল বর্ষার আগমণ। অন্য দিকে তার গতিবিধিতেও নানা পরিবর্তন হয়েছে। প্রতিবার  উত্তরবঙ্গ ভাসিয়ে দক্ষিণে আসে সে। এবার সেই গতিও উল্টে গিয়েছে। আপাতত কিছুক্ষণের স্বস্তি। কলকাতাবাসীর জন্য গুমোট গরম আর আর্দ্র আবহাওয়ার অভিশাপ থাকবে আরও কিছুদিন।

Share this article
click me!

Latest Videos

WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর
ভোটে জিততেই RG Kar সাজানো ঘটনা বলছেন তৃণমূল, একহাত নিলেন Adhir Ranjan Chowdhury
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়
খেলতে খেলতেই ঘটলো অঘটন! শোকের ছায়া Shantipur-এ, দেখুন | Nadia News Today