বৃষ্টি নামবে আজ, কিন্তু বর্ষা! খারাপ খবর শোনাল আবহাওয়া দফতর

arka deb |  
Published : May 15, 2019, 03:34 PM ISTUpdated : May 15, 2019, 03:36 PM IST
বৃষ্টি নামবে আজ, কিন্তু বর্ষা! খারাপ খবর শোনাল আবহাওয়া দফতর

সংক্ষিপ্ত

 কয়েক দিন রোদের সেই কামড় ছিল না। বরং দু' এক পশলা বৃষ্টি হয়েছে। তবে এবার বড় দুসংবাদ শোনাল হাওয়া অফিস।

রাজ্য রাজনীতি টগবগ করে ফুটছে। কলকাতার বিদ্যাসাগর কলেজে দ্বিশতবর্ষ উদযাপনের ঠিক প্রাক্কালের অমিত শাহর রোড শো-এর পরবর্তী সময়ে যে চরম নৈরাজ্য তা বাঙালিকে নাড়িয়ে দিয়ে গিয়েছে। পথে নেমে প্রতিবাদ শুরু । ভরসা একটাই, গত কয়েক দিন রোদের সেই কামড় ছিল না। বরং দু' এক পশলা বৃষ্টি হয়েছে। তবে এবার বড় দুসংবাদ শোনাল হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের তরফে আগেই জানিয়ে দিয়েছিল ১৫ তারিখের পরে ফের তাপপ্রবাহ চলবে। এদিন জানানো নানো হল এ বছর বর্ষার মরশুমে বৃষ্টিও আসবে দেরিতে।

বেসরকারি সংস্থাগুলি এতদিন দাবি করছিল ৪ জুন এই বছর কেরালায় বর্ষা ঢুকবে। সেই দাবিকে সরিয়ে রেখে সরকারি আবহাওয়া অফিস মনে করছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরালায় ঢুকবে ৬ জুন। চার দিন আগে বা পরেও হতে পারে।'  

অন্য দিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজও কলকাতায় বৃষ্টি হতে পারে। কলকাতার পাশাপাশি, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

বৃষ্টি হতে পারে  দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে সন্ধের পর বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। 

বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং-এ বৃষ্টি হতে পারে। 
 

PREV
click me!

Recommended Stories

এবার প্রবীণদের জন্য ভালো খবর, চালু হল Uber-এর সহজ ক্যাব বুকিং ফিচার
SIR Update : কত বাদ গেল, খসড়া তালিকায় নাম না থাকলে কী করবেন? বড় আপডেট দিল নির্বাচন কমিশন