মাঝখানে দু'দিন সুসময়ের সংকেত দিয়েছে আবহাওয়া। মধ্যরাতের কালবৈশাখী ভিজিয়ে দিয়েছে শহরের আনাচকানাচ। কিন্তু সেই সুখের দিন এবার শেষ। কলকাতার উত্তপ্ত কমার সম্ভাবনা নেই। এমন কি বিকেলের ঝড়-বৃষ্টির সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে আবহাওয়া অফিস।
হাওয়া অফিসের মতে, দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। মিলবে না গরম থেকে রেহাইও। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় ৮০ শতাংশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। উষ্ণতা ৩৮ ডিগ্রি হলেও তা ৪১ থেকে ৪২ ডিগ্রির অনুভূতি দেবে আর্দ্রতাজনিত কারণে, এমনটা জানাচ্ছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে আবহাওয়া রেহাই না দিলেও হাসি ফুটবে উত্তরবঙ্গের মুখে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ৫ জেলায়।
আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, পূর্ব বিহার থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত থাকায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে।