পঞ্চম দফা ভোটের আগে পারদ পতন শহরে, আজও ব্রজবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

Published : Apr 11, 2021, 08:51 AM ISTUpdated : Apr 11, 2021, 08:52 AM IST
পঞ্চম দফা ভোটের আগে পারদ পতন শহরে, আজও ব্রজবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

সংক্ষিপ্ত

   রবিবার সেই চল্লিশ ছুঁইছুঁই জ্বালা ধরানো গরম নেই  এদিন  ব্রজ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে বাংলায়  পঞ্চম দফার আগে শহরে সামান্য হলে পারদ পতন   শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৫.০  ডিগ্রি সেলসিয়ার্স   


রাজ্যে পঞ্চম দফা ভোটের প্রাক্কালে শহরে সামান্য হলে পারদ পতন। রবিবারও  শহর-শহরতলিতে ব্রজবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন  ব্রজ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে বাংলায়।  উল্লেখ্য,  রবিবার সেই চল্লিশ ছুইছুই জ্বালা ধরানো গরম নেই। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৫.৮ ডিগ্রি সেলসিয়ার্স। 

আরও পড়ুন, আগামী ৭২ ঘন্টা কোচবিহারে প্রবেশ নিষিদ্ধ সকল নেতা-নেত্রীর, নির্দেশ কমিশনের, যেতে পারবেন না মমতাও 

 

 

আবহাওয়া দফতর আরও জানিয়েছে,  রবিবার সারাদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। শহর-শহরতলিতে ব্রজবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ এপ্রিল কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।  দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র জেলাতেই কালবৈশাখী সম্ভাবনা রয়েছে। সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টি হবে। তবে মুর্শিদাবাদ,নদিয়া, বীরভূম বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।  বৃষ্টির সম্ভবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। উল্লেখ্য,গত সপ্তাহে রবিবার সন্ধেবেলাতেই বদলেছিল আবহাওয়া। ভ্যাপসা গরম কাটিয়ে সন্ধেবেলাই বইতে থাকে ঝোড়ো হাওয়া। মুহূর্তেই হয় পারদ পতন-আর ছিটে ফোঁটা বৃষ্টি।  সোমবার সারাদিন তার জেরেই ঠাণ্ডা ছিল আবহাওয়া। তবে মঙ্গলবার থেকেই ফের গুমোট গরমের দাপট শুরু হয় রাজ্যে। বাড়তে থাকে আর্দ্রতা জণিত অস্বস্তি। তবে ফের স্বস্তির খবর শোনাল কলকাতা আবহাওয়া দফতর। 

 

আরও পড়ুন, Election Live Update- আজ কমিশনের নির্দেশে কোচবিহার যেতে পারবেন না মমতাও, ওদিকে রবিবার রাজ্য সফরে শাহ 

 

 

 

 

আবহাওয়া দফতরে খবর অনুযায়ী,রবিবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৫.৮  ডিগ্রি সেলসিয়ার্স।  সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রী।   স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৫.০  ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রী।   স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৩.৭  ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রী।   স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।বৃহস্পতিবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৩.৮  ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রী।   স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। 

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর