বসন্তের আগেই বাড়ছে পারদ, পাহাড়ি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

Published : Feb 15, 2020, 06:17 PM IST
বসন্তের আগেই বাড়ছে পারদ, পাহাড়ি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

সংক্ষিপ্ত

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই   অবশ্য় সিকিম ও দার্জিলিঙে বৃষ্টির পূর্বাভাস রয়েছে    আগামী ৪৮ ঘণ্টায় জেলাগুলিতে  কুয়াশা থাকবে   শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রী সেলসিয়াস 

শহর কলকাতায় লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। শীত এবারের মতো পাকাপাকি বিদায় জানালেও ভোর ও রাতের দিকে এখনও হালকা ঠান্ডার আমেজ রয়েই গিয়েছে। সকালে ও রাতে হালকা চাদর এখনও গায়ে রাখতে হচ্ছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী,  গরম কাল চলে এল এমন ভাবার কোনও কারণ নেই। বাতাসে বসন্তের আভাস থাকলেও শীত বিদায় নিতে এখনও কিছু সময় বাকি আছে।

আরও পড়ুন, ইস্ট-ওয়েস্ট মেট্রো চলছে চমক দিয়ে , আনন্দ-আবেগে একাকার কলকাতাবাসী

আজ শনিবার , শহর কলকাতার আকাশ  রাতের দিকেও আংশিক মেঘলা থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রী সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক  ডিগ্রি কম। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে  ২৮.৭  ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।  শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম  ২৯  শতাংশ।  এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন, পোলবার দুর্ঘটনায় লাগল রাজনীতির রঙ, আহতদের দেখতে লকেটকে এসএসকেএমে ঢুকতে বাধা

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, প্রথমত সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণ অনেকটাই কম। পাশাপাশি বাতাসে এখনও উত্ত‌ুরে হাওয়ার প্রভাব স্পষ্ট এবং আকাশ পরিস্কার। এর ফলে তাপমাত্রা বাড়লেও  শীত রয়েছে। তবে বেলা বাড়লেই ভালই বাড়ছে তাপমাত্রা। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। সোম-মঙ্গলবার সিকিম ও দার্জিলিঙে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে হালকা কুয়াশা থাকতে পারে।

PREV
click me!

Recommended Stories

Today Live News: হামাসকে জঙ্গি সংগঠন ঘোষণা করুক ভারত, ইজরায়েলের দাবি- নতুন বিপদ আসছে
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী