সোমবার স্বস্তি ফিরল শহরে, উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Published : Mar 15, 2021, 08:53 AM ISTUpdated : Mar 15, 2021, 08:58 AM IST
সোমবার স্বস্তি ফিরল শহরে, উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সংক্ষিপ্ত

  সোমবার আকাশ পরিষ্কার থাকবে শহর ও শহরতলিতে রাজ্য়ের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে আরও কয়েকদিন  নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে  জম্মু-কাশ্মীরে  উত্তর-পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সোমবার সারাদিন  আকাশ পরিষ্কার থাকবে শহর ও শহরতলিতে। রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের নিচে পৌঁছেছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি/ বা নীচে থাকবে। সোমবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা। আগামী তিন-চার দিনে ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
 
পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে আরও কয়েকদিন। দার্জিলিং ,কালিম্পং ,জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে।কলকাতায়  পরিষ্কার আকাশ।  পশ্চিমী ঝঞ্ঝা উত্তরপূর্ব ভারতের ওপর অবস্থান করছে। এর প্রভাবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে হালকা ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। প্রচুর বৃষ্টি হবে আগামী কয়েকদিন জম্মু- কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে । নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা জম্মু-কাশ্মীরে ঢুকবে মঙ্গলবার।

আবহাওয়া দফতরে খবর অনুযায়ী, শনিবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রী ।   বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৩৮ শতাংশ। ওদিকে গত সপ্তাহে শুক্রবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়ার্স।  সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রী ।  স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬২ শতাংশ। 


 

PREV
click me!

Recommended Stories

Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের
বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে