উত্তরবঙ্গে চলবে বৃষ্টি, দক্ষিণবঙ্গে কাল থেকে বাড়বে তাপমাত্রা

Published : Feb 26, 2020, 08:58 AM IST
উত্তরবঙ্গে চলবে বৃষ্টি, দক্ষিণবঙ্গে কাল থেকে বাড়বে তাপমাত্রা

সংক্ষিপ্ত

উত্তরবঙ্গের ৫ জেলায় আজও চলবে বৃষ্টি এদিন সকালে আংশিক মেঘলা ছিল কলকাতার আকাশ স্বাভাবিকের নিচে দিন ও রাতের তাপমাত্রা বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া রাজ্য জুড়ে

আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ , নদিয়, দুই চব্বিশ পরগনায়  বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। 

এদিকে শহর কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বুধবার সকালেও আংশিক মেঘলা থাকবে আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। উন্নতি হবে অবস্থারও। 

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ২ ডিগ্রি নিচে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। 
যা স্বাভাবিকের ৯ ডিগ্রি নিচে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২.৪ মিলিমিটার। 

এদিকে পশ্চিমের জেলাগুলিতেও ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইরে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সাথে বদ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া দেখা যাবে রাজ্যজুড়ে। সকালের দিকে থাকবে কুয়াশার সম্ভাবনাও। 

PREV
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি