আজ ভ্যাপসা গরম থেকে মুক্তি, সোমবার রাজ্য়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

Published : Mar 29, 2021, 09:31 AM IST
আজ ভ্যাপসা গরম থেকে মুক্তি, সোমবার রাজ্য়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

সংক্ষিপ্ত

সোমবার হালকা অস্বস্তি ভাব থাকবে সারাদিন তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে  দক্ষিণবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের সর্তকতা   বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তর-পূর্ব ভারতেও 


সোমবার হালকা অস্বস্তি ভাব থাকবে শহর ও শহরতলিতে।  আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার দুপুর বা বিকেলের  দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর এ তাপপ্রবাহের সর্তকতা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণ বঙ্গের আরও কিছু জেলায়। দক্ষিণবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের সর্তকতা। বেশকিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি।  বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন, BJP-র কর্মী-সমর্থকদের ওপর ফের হামলা, গুরুতর জখম ৭, কাঠগড়ায় তৃণমূল 


 আবহাওয়া দফতর সূত্রে খবর,  পূর্ব মেদিনীপুর এ তাপপ্রবাহের সর্তকতা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণ বঙ্গের আরও কিছু জেলায়। দক্ষিণবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের সর্তকতা। বেশকিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি।   বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের সর্তকতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর। গরম ও অস্বস্তিতে  দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তাপমাত্রা বাড়বে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি।উত্তরবঙ্গেও গরম বাড়বে ।    দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে হাওড়া হুগলি  দুই বর্ধমান ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টির সঙ্গে  কিছু এলাকায় ৩০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। সোম থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ-পশ্চিম বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। এর ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তর-পূর্ব ভারতে। তার কিছুটা প্রভাব পড়বে বিশেষ করে উত্তরবঙ্গে। 

আরও পড়ুন, আজ নন্দীগ্রামে হেভিওয়েট ২, মুখোমুখি মমতা-শুভেন্দু, রোড শোয়ের সূচি প্রকাশ শিশিরপুত্রের 

 

আবহাওয়া দফতরে খবর অনুযায়ী, সোমবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৬.০ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রী।   স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৩৯ শতাংশ।রবিবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৬.৬ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রী।   স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৩০ শতাংশ।শনিবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৭.০ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রী। শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৭৩ শতাংশ এবং সর্বনিম্ন ২৩ শতাংশ। 


 

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?