কয়েক ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসছে একাধিক জেলায়, দক্ষিণবঙ্গজুড়ে জারি বৃষ্টির পূর্বাভাস

কালবৈশাখীর উপর ভর করে দক্ষিণবঙ্গে আপাতত তাপপ্রবাহের দেখা মিলবে না। এর পাশাপাশি আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে একযোগে ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছেন তিনি।

তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তার সঙ্গে আবার বেশ কিছু জেলায় শুরু হয়েছিল তাপপ্রবাহ। এক ফোঁটা বৃষ্টির অপেক্ষায় ছিলেন কলকাতাবাসী। আর শুক্রবার সন্ধের দিকে কলকাতাবাসীকে সামান্য স্বস্তি দিতে আকাশ কালো করে নেমেছিল দু-এক ফোঁটা বৃষ্টি। তাতে অবশ্য খুব একটা লাভ কিছু হয়নি। কিন্তু, তাও মিলেছিল সাময়িক স্বস্তি। তবে আবার শনিবার সকাল হতেই দেখা মেলে রোদের। আর তার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় গরম। অবশ্য সকাল থেকে টানা রোদের দেখা পাওয়া যায়নি। রোদ ও মেঘের লুকোচুরি খেলা প্রায় গোটা দিনই লেগে ছিল। আর শনিবারও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, কালবৈশাখীর উপর ভর করে দক্ষিণবঙ্গে আপাতত তাপপ্রবাহের দেখা মিলবে না। এর পাশাপাশি আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে একযোগে ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছেন তিনি। সমুদ্র থেকে দক্ষিণবঙ্গে বায়ুমণ্ডলের নিম্নস্তরে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। যার জেরে এক লাফে অনেকটা কমবে সর্বোচ্চ তাপমাত্রা। 

Latest Videos

আরও পড়ুন- পয়লা-তেই পয়লা বর্ষণ, বলছে আবহাওয়ার পূর্বাভাস, কলকাতা থেকে দক্ষিণবঙ্গের কোন জেলার ওয়েদার রিপোর্ট কি

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনি ও রবিবার পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী হতে পারে বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে। রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ মে থেকে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।

আরও পড়ুন- আজ কি বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, দাবদাহের মাঝেই ঘূর্ণাবর্ত নিয়ে কী বার্তা হাওয়া অফিসের

তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গেই নয়, তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে বলে জানা গিয়েছে। রবিবার সকালের দিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সোমবার সেখানে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।  

আরও পড়ুন- পাটশিল্প বাঁচাতে মমতাকে চিঠি অর্জুনের, দলবদলের জল্পনা বাড়তেই সাংসদকে দিল্লিতে তলব বিজেপির

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ঝড়বৃষ্টির জেরে কমবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কমে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এছাড়া সোমবার থেকে সেই তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলেও জানানো হয়েছে। ৫৯ দিন পর শুক্রবার সন্ধ্যায় প্রথম বৃষ্টি হয়। বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা। তবে তাতেই স্বস্তি ফিরেছে শহরে। গোটা সপ্তাহের দহনের পর পারদ নেমেছে এক ধাক্কায়। পাশাপাশি শনিবার সন্ধের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed