Weather Report: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট, জাঁকিয়ে শীত নিয়ে কী বলছে হাওয়া অফিস

বৃহস্পতিবার সকালে কুয়াশা শহরে। এদিন আকাশ পরিষ্কার শহর এবং শহরতলিতে।  আবহাওয়া দফতরের  খবর অনুযায়ী,  রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। শৈত্য প্রবাহের সম্ভাবনা পূর্ব ভারতের রাজ্যগুলিতে।  

বৃহস্পতিবার সকালে কুয়াশা শহরে। এদিন আকাশ পরিষ্কার শহর এবং শহরতলিতে।  আবহাওয়া দফতরের (Weather Office)  খবর অনুযায়ী, উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্জা রয়েছে।  উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। শৈত্য প্রবাহের সম্ভাবনা পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা নাগাদ শহরের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়ার্স।  

আলিপুরের আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী পাঁচ দিন দুই বঙ্গেই আকাশ  পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই।  আগামী ৪৮ ঘণ্টা  পর্যন্ত একই ঠান্ডা থাকবে।  এদিন সর্বনিম্ন ১৩.০ ডিগ্রি সেলসিয়ার্স।  কলকাতার তাপমাত্রা এর আশে পাশে থাকবে। জেলাতে আরেকটু কম থাকবে। তবে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। কারণ উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্জা আছে। উত্তর-পশ্চিম দিকে শীতল হাওয়া বাধা পাচ্ছে । আর একটি পশ্চিমী ঝঞ্জা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে ।এছাড়া আগামী তিনদিন উত্তর ভারতে ঘন কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে কুয়াশার প্রভাব থাকবে। বাদবাকি জেলাতে হালকা কুয়াশার প্রভাব থাকবে।

Latest Videos

 অপরদিকে  আবহাওয়া দফতর আরও জানিয়েছে, জানুয়ারির শুরুতে পরপর পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝাতেই আটকে যাবে উত্তুরে হাওয়া। বছরের শুরুতেই তুষারপাতের সম্ভাবনা উত্তরপ্রদেশ, বিহার এর উপর । একটি ঘূর্ণাবর্ত রয়েছে । উত্তরপ্রদেশ থেকে একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ পর্যন্ত। এই সিস্টেমের প্রভাবে বছরের শুরুতেই জম্মু কাশ্মীর ,লাদাখ, হিমাচল প্রদেশের তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি হবে পাঞ্জাব ,রাজস্থান, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি ,ইউপি, এমপি, গুজরাট।  পূর্ব ভারতের তাপমাত্রা  প্রায় ৫ ডিগ্রি নামতে পারে। আগামী তিন-চারদিন শৈত্য প্রবাহের সম্ভাবনা পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়ে। ঘন কুয়াশা হবে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ২৪.৪ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.০ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। অপরদিকে, এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের  সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ।  সর্বনিম্ন ৩৮ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। যেখানে সপ্তাহের শুরুতে সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে।  অপরদিকে, এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের  সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।  সর্বনিম্ন ৫৯ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার যেখানে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল  ২৪.১ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রী।   অপরদিকে, এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের  সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ।  সর্বনিম্ন ৪৭ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।  

 

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও