ফের করোনায় রেকর্ড ভাঙল রাজ্য়, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫৬০

  • প্রতিদিনই রাজ্য়ে রেকর্ড ভাঙছে করোনা
  •  গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১, ৫৬০
  •  মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ১৩ জনে
  •  পাশাপাশি সংক্রমণে মৃত্যু হয়েছে ২৬ জনের  
     

প্রতিদিনই রাজ্য়ে রেকর্ড ভাঙছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য ভবনের বুলেটিন বলছে, বাংলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১, ৫৬০ জন। ফলে এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ১৩ জনে। পাশাপাশি সংক্রমণে মৃত্যু হয়েছে ২৬ জনের।  

যদিও খুশির খবর রাজ্য়ে গত একদিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬২২ জন। সব মিলিয়ে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা ১৮,৫৮১ জন। যার মধ্য়ে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১০,৫০০ জন। এদিকে, জেলায় সংক্রমণের খতিয়ানের দিকে তাকালে দেখা যাচ্ছে,সংক্রমণে শীর্ষে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় ৪৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন শহরে। 

Latest Videos

কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় সংক্রমণের সংখ্যা ৩৫৭। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া, যেখানে সংক্রামিত হয়েছেন যথাক্রমে ১৬১ ও ১২৭ জন। একমাত্র পুরুলিয়া ও ঝাড়গ্রাম থেকে এদিন কোনও সংক্রমণের খবর নেই। ঝাড়গ্রামে এই মুহূর্তে একটিও অ্যাকটিভ করোনা কেসও নেই।

বুলেটিন বলছে, রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন এরকম ১৩ জনই কলকাতার বাসিন্দা। দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা থেকে মারা গেছেন ৪ জন ও ৩ জন। পাশাপাশি হাওড়া ও পশ্চিম মেদিনীপুর থেকে মৃত ২ জন করে, এক জন করে মারা গেছেন দার্জিলিং ও মুর্শিদাবাদ থেকে।

Share this article
click me!

Latest Videos

ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today