২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৮,বাংলায় মোট আক্রান্ত ২৩৭৭

Published : May 14, 2020, 10:39 PM IST
২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৮,বাংলায় মোট আক্রান্ত ২৩৭৭

সংক্ষিপ্ত

২৪ ঘন্টায় মৃতের সংখ্যা বাড়ল আরও ৮ নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৭ জন আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৩৭৭ যাদের মধ্য়ে অ্যাক্টিভ করোনা আক্রান্ত ১,৩৯৪

২৪ ঘন্টায় মৃতের সংখ্যা বাড়ল আরও ৮। নতুন করে সমক্রমিত হয়েছেন ৮৭ জন৷ সব মিলিয়ে কোভিড পজিটিভ শরীরে নিয়ে মারা গিয়েছেন ২১৫ জন।  আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৩৭৭৷ যাদের মধ্য়ে অ্যাক্টিভ করোনা আক্রান্ত ১,৩৯৪ জন৷ বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে এই তথ্য় তুলে ধরা হয়েছে। যারা মারা গিয়েছেন সেই ৮ জনের মধ্য়ে কলকাতারই ৬ জন বাকি ২জন হাওড়ার৷

বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৫ জন৷ পরিসংখ্য়ান অনুযায়ী এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৪৩ জনের৷ কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের৷ এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৬৬ জন৷ এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৬৮ জন৷ যা শতাংশের হারে ৩২.৩১ শতাংশ৷ নতুন করে টেস্ট হয়েছে ৫২০৫ জনের৷ মোট টেস্ট হয়েছে ৬২,৮৩৭ জনের৷ 

সংখ্য়া বলছে, শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ১,১৫৭ জন৷ গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ জন৷ মৃত্যু হয়েছে ৬ জনের৷ ফলে কলকাতায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৬৷ এর মধ্যে করোনায় মৃত্যু ৯৪ জনের৷ আর কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৫২ জনের৷ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩৮৬ জন৷

রাজ্য়ের বুলেটিন বলছে, এই মূহুর্তে কলকাতায় অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৬২৫ জন৷ রাজ্যে কোভিড হাসপাতাল রয়েছে ৬৮টি। রাজ্যে মোট ৮৫৭০টি বেড আছে বলেও জানা গেছে বুলেটিনে, আইসিইউ পরিষেবা রয়েছে ৯০৭ জনের। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।

PREV
click me!

Recommended Stories

সপ্তাহের শেষে খেল দেখাবে শীত! সরস্বতী পুজোতে বৃষ্টির আশঙ্কা? আপডেট দিল আলিপুর
SIR শুনানিতে কলকাতার নির্বাচন কমিশনের অফিসে শামি, বেরিয়ে কী কী বললেন তিনি