২৪ ঘন্টায় মৃতের সংখ্যা বাড়ল আরও ৮। নতুন করে সমক্রমিত হয়েছেন ৮৭ জন৷ সব মিলিয়ে কোভিড পজিটিভ শরীরে নিয়ে মারা গিয়েছেন ২১৫ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৩৭৭৷ যাদের মধ্য়ে অ্যাক্টিভ করোনা আক্রান্ত ১,৩৯৪ জন৷ বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে এই তথ্য় তুলে ধরা হয়েছে। যারা মারা গিয়েছেন সেই ৮ জনের মধ্য়ে কলকাতারই ৬ জন বাকি ২জন হাওড়ার৷
বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৫ জন৷ পরিসংখ্য়ান অনুযায়ী এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৪৩ জনের৷ কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের৷ এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৬৬ জন৷ এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৬৮ জন৷ যা শতাংশের হারে ৩২.৩১ শতাংশ৷ নতুন করে টেস্ট হয়েছে ৫২০৫ জনের৷ মোট টেস্ট হয়েছে ৬২,৮৩৭ জনের৷
সংখ্য়া বলছে, শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ১,১৫৭ জন৷ গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ জন৷ মৃত্যু হয়েছে ৬ জনের৷ ফলে কলকাতায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৬৷ এর মধ্যে করোনায় মৃত্যু ৯৪ জনের৷ আর কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৫২ জনের৷ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩৮৬ জন৷
রাজ্য়ের বুলেটিন বলছে, এই মূহুর্তে কলকাতায় অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৬২৫ জন৷ রাজ্যে কোভিড হাসপাতাল রয়েছে ৬৮টি। রাজ্যে মোট ৮৫৭০টি বেড আছে বলেও জানা গেছে বুলেটিনে, আইসিইউ পরিষেবা রয়েছে ৯০৭ জনের। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।