একদিনে রাজ্য়ে করোনা আক্রান্তের সব রেকর্ড ভাঙল। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে কোভিড পজিটিভের সংখ্য়া দাঁড়াল ২১৯৮। যা দেখে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য়ভবনের। স্বাস্থ্য় ভবনের বুলেটিন বলছে, এই প্রথম বাংলায় একদিনে আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়াল৷
শুক্রবার এই সংখ্যাটা ছিল ১,৮৯৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪০,২০৯ জন৷ তবে এই প্রথম মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়াল৷ গতকাল ছিল ৩৮,০১১ জনে৷ পরিসংখ্যান বলছে, একদিনে কলকাতায় ৬৪৮ জনের কোভিড পজিটিভ ধরা পড়েছে। উত্তর চব্বিশ পরগনায় পাশাপাশি একদিনে ৪ জনের শরীরে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে।
তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এমনটাই আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ঠিকই। কিন্তু এঁদের মধ্যে সিংহভাগেরই শরীরে উপসর্গ নেই বা মৃদু উপসর্গ রয়েছে। রাজ্যে ১৪ হাজার ৭০৯ জনের শরীরে করোনা সংক্রমণ সক্রিয় রয়েছে। তবে এদের মধ্যে ১০ হাজার ৫০০ জন মতো উপসর্গহীন। তাঁরা বাড়িতে বা সেফ হোমে রয়েছেন। সেই সঙ্গে দু’হাজার ২০০ জনের শরীরে মৃদু উপসর্গ রয়েছে। মাত্র ৬৬০ জনের শারীরিক অবস্থা গুরুতর।
এদিন মুখ্যসচিব বলেন, আগামী দিনে রাজ্য়ে সংক্রমণ বাড়বে। শহরের সঙ্গে গ্রামীণ এলাকাতে সংক্রমণ বৃদ্ধি পাবে। কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই। রাজ্য সরকার সমস্ত প্রস্তুতি রেখেছে করোনা মোকাবিলার। পরিসংখ্যান দিয়ে মুখ্যসচিব বোঝানোর চেষ্টা করেন অনেকে আতঙ্কিত হচ্ছেন, বাস্তব পরিস্থিতিটা তেমন নয়।