রাজ্যে করোনায় সংক্রমিতের সংখ্যা ছাড়াল সাড়ে ৫ হাজার, একদিনে মৃত ৮

  • রাজ্যে বেড়েই চলেছে করোনায় সংক্রমিতের সংখ্যা
  • রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজার
  • গত ২৪ ঘন্টায় রাজ্যে ৮ জনের মৃত্যু হয়েছে
  •  যাদের মধ্য়ে ৭ জনই কলকাতার বাসিন্দা

রাজ্যে বেড়েই চলেছে করোনায় সংক্রমিতের সংখ্যা। রবিবার বিকেল পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ৫ হাজার। গত ২৪ ঘন্টায় রাজ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্য়ে ৭ জনই কলকাতার বাসিন্দা। অন্য় আরেকজন উত্তর ২৪ পরগণার বাসিন্দা।

রবিবার মেডিক্যাল বুলেটিনে রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭১ জন। যার জেরে আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়াল ৫৫০১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৮ জনের। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৫ জন। এখনও পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৫৭ জন। রাজ্যে করোনা আক্রান্তদের সুস্থতার হার ৩৯.২১ শতাংশ।  
 
রিপোর্ট  বলছে, পরিযায়ী শ্রমিকরা রাজ্য়ে ফেরার পর থেকেই করোনা আক্রান্তের লাফিয়ে বেড়ে চলেছে। গত কয়েকদিনে ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরার পরই গ্রিন জোন পুরুলিয়াতেও হয় করোনা সংক্রমণ। একই অবস্থা হয়েছে কোচবিহারেও। একের পর এক শ্রমিক স্পশ্য়াল রাজ্য়ে ঢোকার পরই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্য়ে।

Latest Videos

এদিন  নতুন করে আরও ৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। আগে ৩২ জন পরিযায়ী শ্রমিকের শরীরে করোনা পাওয়া গিয়েছিল। এছাড়া হাওড়ার উদয়নারায়ণপুরেও আরও ৩৬ জন পরিযায়ী শ্রমিক করোনা আক্রান্ত। পরিযায়ী শ্রমিকদের নিয়ে ইতিমদ্য়েই কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিবাদ বেধেছে রাজ্য়ের। শ্রমিক স্পেশ্য়াল ট্রেনকে করোনা এক্সপ্রেস আখ্যা দিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। 

Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News