রাজ্যে করোনায় সংক্রমিতের সংখ্যা ছাড়াল সাড়ে ৫ হাজার, একদিনে মৃত ৮

  • রাজ্যে বেড়েই চলেছে করোনায় সংক্রমিতের সংখ্যা
  • রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজার
  • গত ২৪ ঘন্টায় রাজ্যে ৮ জনের মৃত্যু হয়েছে
  •  যাদের মধ্য়ে ৭ জনই কলকাতার বাসিন্দা

রাজ্যে বেড়েই চলেছে করোনায় সংক্রমিতের সংখ্যা। রবিবার বিকেল পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ৫ হাজার। গত ২৪ ঘন্টায় রাজ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্য়ে ৭ জনই কলকাতার বাসিন্দা। অন্য় আরেকজন উত্তর ২৪ পরগণার বাসিন্দা।

রবিবার মেডিক্যাল বুলেটিনে রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭১ জন। যার জেরে আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়াল ৫৫০১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৮ জনের। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৫ জন। এখনও পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৫৭ জন। রাজ্যে করোনা আক্রান্তদের সুস্থতার হার ৩৯.২১ শতাংশ।  
 
রিপোর্ট  বলছে, পরিযায়ী শ্রমিকরা রাজ্য়ে ফেরার পর থেকেই করোনা আক্রান্তের লাফিয়ে বেড়ে চলেছে। গত কয়েকদিনে ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরার পরই গ্রিন জোন পুরুলিয়াতেও হয় করোনা সংক্রমণ। একই অবস্থা হয়েছে কোচবিহারেও। একের পর এক শ্রমিক স্পশ্য়াল রাজ্য়ে ঢোকার পরই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্য়ে।

Latest Videos

এদিন  নতুন করে আরও ৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। আগে ৩২ জন পরিযায়ী শ্রমিকের শরীরে করোনা পাওয়া গিয়েছিল। এছাড়া হাওড়ার উদয়নারায়ণপুরেও আরও ৩৬ জন পরিযায়ী শ্রমিক করোনা আক্রান্ত। পরিযায়ী শ্রমিকদের নিয়ে ইতিমদ্য়েই কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিবাদ বেধেছে রাজ্য়ের। শ্রমিক স্পেশ্য়াল ট্রেনকে করোনা এক্সপ্রেস আখ্যা দিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। 

Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু