ফের আক্রান্তের সঙ্গে সঙ্গে বেড়ে দাঁড়াল করোনা নিয়ে মৃতের সংখ্যা। রাজ্য়ে একদিনে মৃত বেড়ে দাঁড়াল ৫৫। আগে যা ছিল ৪৫ জন। স্বাস্থ্য় দফতরের বুলেটিন অনুয়ায়ী, মৃতে দের সবার শরীরে করোনা ভাইরাস ছিল। যদিও এদের বেশিরবাগই কোমর্বিডিটি নিয়ে মারা গিয়েছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে রাজ্য়ে। একদিনে বঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১৭৫ জন। যদিও সংখ্য়া বলছে,রাজ্য়ে মৃতের পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও৷ গত ২৪ ঘন্টায় রাজ্য়ে টেস্ট হয়েছে ৩৫ হাজারের বেশি৷
রাজ্যের স্বাস্থ্য বুলেটিন বলছে, একদিনে রাজ্য়ে মৃতের সংখ্যা হয়েছে ৫৫ জন৷ সোমবার এই সংখ্যাটা ছিল ৪৫ জনে৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৫২৮ জন৷ পরিসংখ্যান জানাচ্ছে,গত ২৪ ঘন্টায় রাজ্য়ে আক্রান্ত হয়েছেন ৩,১৭৫ জন৷ সোমবার এই সংখ্যাটা ছিল ৩,০৮০ জনে৷ সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১, ২২, ৭৫৩ জন৷ পাশাপাশি অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭,৫৩৫ জন৷
পরিসংখ্য়ান বলছে, গত ২৪ ঘন্টায় রাাজ্য়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,৯৮৭ জন৷ সোমবার এই সংখ্যাটা ছিল ২,৯৩২ জন৷ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট সুস্থ হয়ে উঠেছেন ৯২,৬৯০ জন৷ সুস্থ হয়ে ওঠার হার বেড়ে দাঁড়াল ৭৫.৫১ শতাংশ৷ সোমবার যা ছিল ৭৫.০২ শতাংশ৷ একদিনে করোনা টেস্ট হয়েছে ৩৫,১০৭টি৷
এদিকে রাজ্য়ে যে ৫৫ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতারই রয়েছেন ১৭ জন৷ উত্তর ২৪ পরগনারও ১১ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৩ জন৷ হাওড়া ৯ জন৷ হুগলি ৪ জন৷ পূর্ব মেদিনীপুর ১ জন৷ পশ্চিম মেদিনীপুর ১ জন৷ বীরভূম ১ জন৷ নদিয়া ২ জন৷ মুর্শিদাবাদ ২ জন৷ মালদা ২ জন৷ জলপাইগুড়ি ১ জন৷ দার্জিলিং ১ জন৷