ফের রেকর্ড ভাঙা করোনা ২২৯১ রাজ্য়ে, কোভিড পজিটিভ নিয়ে মৃত ৩৯ জন

  • একদিনে আক্রান্ত ও মৃতের সংখ্য়ায় রেকর্ড গড়ল করোনা
  •  পশ্চিমবঙ্গেএকদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২২৯১জন
  • পাশাপাশি শরীরে কোভিড পজিটিভ নিয়ে মারা গিয়েছেন ৩৯জন 
     

এবার একদিনে আক্রান্ত ও মৃতের সংখ্য়ায় রেকর্ড গড়ল করোনা। পশ্চিমবঙ্গের করোনা চিত্র বলছে,একদিনে রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ২২৯১জন। পাশাপাশি শরীরে কোভিড পজিটিভ নিয়ে মারা গিয়েছেন ৩৯জন।  

পরিসংখ্য়ান বলছে, রাজ্য়ে এবার রেকর্ড গড়েছে মৃত্যুর সংখ্য়া। গত ২৪ ঘণ্টায় বঙ্গে সংক্রামিতও হয়েছেন ২২৯১ জন। যার মধ্যে কেবল কলকাতাতেই সংখ্যাটা ৭০০-র কাছাকাছি। অন্ত তেমনই বলছে স্বাস্থ্য় দফতরের কোভিড বুলেটিন। যা দেখে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে রাজ্য় সরকারের। 

Latest Videos

রাজ্য়ের বর্তমান করোনার পরিসংখ্য়ান অনুযায়ী, মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯ হাজার ৩২১।  শরীরে করোনা নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২২১ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬১৫ জন। রাজ্যে মোট সুস্থ হলেন ২৯ হাজার ৬৫০ জন। এই মুহূর্তে রাজ্যে করোনা অ্যাকটিভ রয়েছেন ১৮ হাজার ৪৫০ জন। রাজ্যে ডিসচার্ড রেট ৬০.১১ শতাংশ। আগে রাজ্য়ের সুস্থ হওয়ার সংখ্যা শতাংশের বিচারে যেখানে ৬২ শতাংশে পৌঁছেছিল তা এখন অনেকটাই কমে গিয়েছে।

গতকাল মৃতের সংখ্যাটা ছিল ৩৫ জন৷ এখনও মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২২১ জন৷ মঙ্গলবার মৃতের মোট সংখ্যাটা ছিল ১ হাজার ১৮২ জনে৷ যে ৩৯ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে কলকাতারই ১৫ জন৷ উত্তর ২৪ পরগনার ১১ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৩ জন৷ হাওড়া ২ জন৷ হুগলির ৩ জন৷ পশ্চিম বর্ধমানের ১ জন৷ পূর্ব মেদিনীপুর ১ জন৷ দক্ষিণ দিনাজপুর ১ জন৷ উত্তর দিনাজপুর ১ জন৷ দার্জিলিং ১ জন৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিন সংক্রমণ তুলনামূলক কম।

সব মিলিয়ে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা টেস্ট হয়েছে ১৪ হাজার ৪০টি। এ পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়াল ৭ লক্ষ ৪৩ হাজার ৪৬৯। ৫৬টি ল্যাবে হচ্ছে পরীক্ষা, ৮১টি হাসপাতালে হচ্ছে চিকিৎসা। প্রতি ১০ লক্ষ জনসংখ্যার নিরিখে টেস্ট হচ্ছে ৮২৬১ জনের।

Share this article
click me!

Latest Videos

Daily Horoscope: ৮ জানুয়ারি বুধবার এই ব্যক্তিদের দিনটি খারাপ যাবে, দেখুন আজকের রাশিফল
বাংলা জুড়ে কী আবার লকডাউন হবে? HMPV নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee
Suvendu Adhikari Live: নন্দীগ্রাম থেকে মমতার বিরুদ্ধে হুঙ্কার শুভেন্দুর, দেখুন সরাসরি
এবার বাংলাদেশী হিন্দুদের ভাতে মারার চেষ্টা, নো-বীফ খাবার হোটেল বর্জনের দাবিতে সমাবেশ
মমতার খিল্লি উড়ালেন শুভেন্দু | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #funny | #bjp