রাজ্য়ে সুস্থতার হার বেড়ে ৮২ শতাংশ, বড় সাফল্য পেল রাজ্য় সরকার

  • ক্রমশ করোনা রোগীর  সুস্থতার সংখ্য়া বেড়েই চলেছে রাজ্য়ে
  •  রাজ্য়ে একদিনে প্রায় তিন  হাজার করোনা রোগী সুস্থ হয়ে ফিরেছেন
  •  সোমবার একদিনে রাজ্য়ে আক্রান্ত হয়েছেন ২,৯৯৩ জন৷
     

ক্রমশ করোনা রোগীর  সুস্থতার সংখ্য়া বেড়েই চলেছে রাজ্য়ে। পরিসংখ্য়ান  বলছে, রাজ্য়ে একদিনে প্রায় তিন  হাজার করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সোমবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিন বলছে, একদিনে রাজ্য়ে আক্রান্ত হয়েছেন ২,৯৯৩ জন৷

পরিসংখ্যান অনুয়ায়ী রাজ্য়ে সব মিলিয়ে এখনও মোট আক্রান্তের সংখ্যা ১, ৬২,৭৭৮ জন৷  একদিনে পশ্চিমবঙ্গে সুস্থ হয়ে উঠেছেন ৩,৩১৮ জন৷ রবিবার এই সংখ্য়াটা ছিল ৩,৩০৮ জন৷ সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১, ৩৪ ,২৭০ জন৷ সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮২.৪৯ শতাংশ৷

Latest Videos

রাজ্যে ফের কমেছে কোভিডের সক্রিয় আক্রান্তের সংখ্যা৷ বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ কোভিড আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ২৫, ২৮০। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫২ জনের৷ রবিবার এই সংখ্য়াটা ছিল ৫০ জন৷ সব মিলিয়ে রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়ে ৩, ২২৮ জনের মৃত্যু হয়েছে৷ যে ৫২ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১০ জন৷ উত্তর ২৪ পরগনার ১৩ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৯ জন৷ হাওড়া ৩ জন৷ হুগলি ৪ জন৷ পশ্চিম বর্ধমান ১ জন৷
 
এছাড়াও রয়েছে আরও বেশ  কয়েকটি জেলা।  যেখানে নাম রয়েছে, পূর্ব বর্ধমানের। যেখানে মারা গিয়েছেন ১ জন৷ পূর্ব মেদিনীপুরে ৩ জন, বাকুড়ায় ১ জন, নদিয়ায় ৪ জন৷ পাশাপাশি মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে মারা গিয়েছেন ১ জন করে  করোনা রোগী।  রাজ্য়ে একদিনেই ৪২, ২৩৯ টি টেস্ট হয়েছে।  রবিবার এই সংখ্য়াটা ছিল ৪৩ ,৪৩৬। এখনও পর্যন্ত রাজ্য়ে টেস্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮, ৮৭, ৬৩৫ টি ৷

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar