রাজ্য়ে একদিনে ৪০ হাজার করোনা পরীক্ষা,মৃতের সংখ্যা ৫৫

  • রাজ্য়ে দ্রুত বেগে বাড়ছে করোনা টেস্টের সংখ্য়া
  •  একদিনে সেই সংখ্যা ছাড়িয়ে গেল ৪০ হাজার
  • ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ২৯৭৪ জন
  •  করোনা নিয়ে মারা গেছেন ৫৫ জন

 

রাজ্য়ে দ্রুত বেগে বাড়ছে করোনা টেস্টের সংখ্য়া। একদিনে সেই সংখ্যা ছাড়িয়ে গেল ৪০ হাজার। রাজ্য়ের করোনা বুলেটিন বলছে,গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৭৪ জন। করোনা নিয়ে মারা গেছেন ৫৫ জন। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩১৪ জন। ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৪০,০৩১ জনের। রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৭৪,১৩৩ জন।

রাজ্যের বর্তমান পরিস্থিতি বলছে, পশ্চিমবঙ্গে এখন মোট আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়াল ১,৪৭,৭৭৫ জন। শরীরে করোনার জীবাণু নিয়ে মারা গিয়েছেন ২, ৯৬৪ জন। যাদের মধ্য়ে, ২৫৮৬ জনের কোমর্বিডিটি ছিল বলে দাবি করছে স্বাস্থ্য় বুলেটিন। সব মিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ১, ১৭, ৮৫৭ জন। বর্তমানে রাজ্য়ে অ্যাকটিভ আক্রান্তের সংখ্য়া ২৬,৯৫৪ জন। রাজ্যের সুস্থ হয়ে ওটার হার ৭৯.৭৫ শতাংশ।

Latest Videos

অগস্টের মতো সেপ্টেম্বরেও রাজ্য়ে সম্পূর্ণ লকডাউন থাকবে। আগামী মাসেও নির্দিষ্ট দিনে চলবে সেই লকডাউন। নবান্নে মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, আপাতত ৭,১১, ১২ সেপ্টেম্বর রাজ্য়ে পূর্ণ লকডাউন  থাকবে।

কদিন ধরেই রাজ্য়ে পয়লা সেপ্টেম্বর থেকে লোকাল ট্রেন মেট্রোরেল চালানোর জল্পনা সামনে আসছিল। এদিন যা নিয়ে মুখ্য়মন্ত্রী বলেন, ১ সেপ্টেম্বর থেকে রাজ্য়ে ট্রেন বা মেট্রো চালু হলে রাজ্য় সরকারের কোনও আপত্তি  নেই। তবে তা যেন সামাজিক দূরত্ব মেনে হয় তা নজর রাখতে হবে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার ও রেল কর্তৃপক্ষ রাজ্য়ের সঙ্গে একবার কথা বলে নিলে ভালো হয়। 

আগামী আনলক ৪ শুরু হতেই  চালু হতে পারে মেট্রো পরিষেবা। দেশের সঙ্গে  সঙ্গে কলকাতাতেও চাকা ঘুতে পারে মেট্রোর।  এখন সবই শুধু স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ সংকেতের অপেক্ষায়। তবে চালু হলেও কীভাবে সামাজিক দূরত্ব মানা হবে মেট্রোতে, তা নিয়েই চিন্তায় কর্তৃপক্ষ।

Share this article
click me!

Latest Videos

২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |