করোনা সংক্রমণে সামান্য় স্বস্তি রাজ্যের, পুজোর মুখে উদ্বেগ বাড়ছে উত্তর ২৪ পরগনায়

  • সামান্য কমল করোনা আক্রান্তের সংখ্যা
  • দৈনিক সংক্রমণে সামান্য কমল সোমবার
  • বর্তমানে, পশ্চিমবঙ্গের সংস্থতার হার ৮৭.৮৪ শতাংশ
  • চিন্তায় ফেলেছে উত্তর ২৪ পরগনার রেখাচিত্র

Alok Shit | Published : Oct 12, 2020 10:21 PM IST / Updated: Oct 13 2020, 08:18 AM IST

দুর্গাপুজোর আগে সামান্য স্বস্তি দিল রাজ্য়ের করোনাভাইরাসের রেখাচিত্র। দৈনিক সংক্রমণের নিরিখে বাংলায় সামান্য কমল করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্য সরকারের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৮৩ জন। যা কিনা রবিবারের তুলনায় সামান্য কম। যদিও, সামান্য বেড়েছে দৈনিক মৃতের সংখ্য়া।

বাংলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা সোমবার কমলেও রাজ্য স্বাস্থ্য দফতরকে চিন্তায় ফেলেছে উত্তর ২৪ পরগনা জেলা। এই জেলা সপ্তাহের প্রথম দিনেই নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৫৯ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭১৭ জন। এখনও পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া ২ লক্ষ ৯৮ হাজার ৩৮৯ জন। তবে রবিবারের তুলনায় সোমবার সামান্য বেড়েছে মৃতের সংখ্য়া। সোমবার পর্যন্ত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০ জনের। গোটা রাজ্যে এখনও পর্যন্ত করোনার বলি ৫ হাজার ৬৮২ জন। সুস্থতার হার ৮৭.৮৪ শতাংশ। করোনা মুক্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় বাড়ি ফিরেছেন ৩ হাজার ১৫৫ জন। এর ফলে করোনা জয়ী সংখ্য়া বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৬২ হাজার ১০৩ জন।

অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়েছেন তৃণমূলের আরও একজন বিধায়ক শিউলি সাহা। তাঁর নিরাপত্তারক্ষী ও  গাড়ির চালকের শরীরে করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।

দুর্গাপুজোর পর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে এমনটাই উদ্বেগ প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। কেননা, উৎসবের মরসুমে সাধারণ মানুষের মেলামেশার প্রবণতা অনেকটাই বাড়বে। সেজন্য পুজোর করোনার নমুনা পরীক্ষা সংখ্যা বৃদ্ধি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। গচ চব্বিশ ঘণ্টায় করোনার নুমনা পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ৫৬ জনের। পুজোর আগে সরকারি কোভিড হাসপাতাল গুলিতে আসন সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

Share this article
click me!