রাজ্য়ে সোমবার থেকে খুলছে সরকারি অফিস, কারা যাবেন কর্মস্থলে

  • শুরু হচ্ছে রাজ্য় সরকারি অফিস খোলার কাজ
  • ২০ এপ্রিল থেকেই খুলে যাচ্ছে রাজ্য়ের বিভিন্ন অফিস
  • ইতিমধ্য়েই জারি হয়েছে এই নির্দেশিকা
  •  প্রথ্ম দিন অফিসাররা বসে রোস্টার তৈরি করবেন 
     

লকডাউনের সামাজিক দূরত্বের রীতি মেনেই শুরু হচ্ছে রাজ্য় সরকারি অফিস খোলার কাজ। আগামী ২০ এপ্রিল থেকেই খুলে যাচ্ছে রাজ্য়ের বিভিন্ন অফিস। ইতিমধ্য়েই জারি হয়েছে এই নির্দেশিকা। তবে জানা গিয়েছে, প্রথ্ম দিন কীভাবে কাজ হবে অফিসাররা বসে তার আগে রোস্টার তৈরি করবেন। পরে একে একে রোস্টার অনুযায়ী শুরু হবে অফিস।

বাস, ট্রেন না চলায় লকডাউনে সরকারি অফিসে আসতে যে সমস্যা হবে, বিষয়টি বিলক্ষণ জানে সরকার। তাই সরকারি অফিস কর্মীদের জন্য় বিশেষ পরিবহণের কথা ভাবছে সরকার।  যেখানে সরকারি গাড়ির মাধ্য়েম কর্মীদের থাকবে পিক আপ ও ড্পের ব্যবস্থা। জানা গিয়েছে, জেলা, মহকুমা ও ব্লকস্তরের অফিসগুলোর ক্ষেত্রে যাদের বাড়ি অফিসের কাছে তাদেরকেই কাজের জায়গায় আসতে বলা হবে। বাকিদের কথা এখনই ভাবছে না সরকার।  

Latest Videos

আপাতত ডেপুটি সেক্রেটারি বা সম মর্যাদার আধিকারিকদের অফিসে আসতে বলা হয়েছে। গ্রুপ সি ও তার নীচের স্তরের সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মীদেরই অফিসে আসতে বলা হবে। সরকারি অফিসে আপাতত কর্মীদের একদিন অন্তর আনার বিষয়টি রোস্টারে রাখা হবে। প্রশ্ন জাগে, কোন পদমর্যাদার ব্যক্তিদের আনা হবে অফিসে। প্রথমে সচিবালয়ে ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি ও সেক্রেটারি স্তরের আধিকারিকদের আসতে বলা হচ্ছে। এরপর একে একে ডিরেক্টরেট পর্যায়ে জয়েন্ট ডিরেক্টর, অ্যাডিশনাল ডিরেক্টর ও ডিরেক্টরদের অফিসে আসতে হবে। একই নিয়ম মনে রোস্টার হবে ইঞ্জিনিয়ারিং দফতরগুলিতে। সেখানে সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার থেকে ওপরের গ্রেডের ইঞ্জিনিয়ারদের কাজে আসতে বলা হতে পারে।
 
তবে এতকিছুর মধ্য়েও সামাজিক দূরত্বের কথা অগ্রাধিকার দিয়েছে রাজ্য় সরকার। সরকারি অফিসের মাধ্য়মে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তাই নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। যে গাড়িতে কর্মীদের আনা হবে সেক্ষেত্রে কর্মীরা যাতে সামজিক দূরত্ব বজায় রেখে আসতে পারেন তাই প্রয়োজনে বড় গাড়ি ব্য়বহার করা যেতে পারে। আধিকারিকদের ক্ষেত্রে নিজেদের গাড়ি ব্য়বহার করতে বলা হতে পারে।

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report