দেবদারু ফটক ক্লাবের মাঠে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চরমে, আচমকাই গায়ে আগুন মহিলার

অভিযোগ, ঝগড়া চলাকালীনই নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন ওই মহিলা। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। এরপর বিষয়টি দেখতে পেয়েই ঘটনাস্থলে গিয়ে মহিলার গায়ের উপরে চট চাপা দিয়ে দেন স্থানীয় বাসিন্দারা।

দীর্ঘক্ষণ ধরেই চলছিল বচসা। সে থামার কোনও নামই নিচ্ছিল না। চিৎকার করে একে অপরের সঙ্গে ঝগড়া (Arguing With Husband) করেই চলেছিলেন। ঝগড়া কিছুতেই থামছিল না। আশপাশের সাধারণ মানুষও তা শুনতে পাচ্ছিলেন। কিন্তু, স্বামী-স্ত্রীর ঝগড়ার মধ্যে ঢুকতে চাননি কেউই। কে জানত যে এরপর এই ধরনের একটা ঘটনা ঘটে যাবে। অভিযোগ, ঝগড়া চলাকালীনই নিজের গায়ে পেট্রোল (Petrol) ঢেলে আগুন লাগিয়ে দেন ওই মহিলা। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন (Fire)। এরপর বিষয়টি দেখতে পেয়েই ঘটনাস্থলে গিয়ে মহিলার গায়ের উপরে চট চাপা দিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায় (Parnashree Police Station)। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলার স্বামীকে আটক করে। চিকিৎসার (Treatment) জন্য হাসপাতালে (Hospital) পাঠানো হয়েছে মহিলাকে। ঘটনাটি ঘটেছে বেহালা ১৪ নম্বর আর্য সমিতির দেবদারু ফটক ক্লাবের মাঠে (Behala Debdaru Fatak Club)।  

স্থানীয় সূত্রেই জানা গিয়েছে, ওই পুরুষটি সম্পর্কে মহিলার স্বামী। তবে তাঁর আরও একটি বিয়ে (Marriage) রয়েছে। মহিলার দাবি, অক্টোবর মাসে ওই ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। অবশ্য ওই ব্যক্তি যে আগে থেকেই বিবাহিত সেকথা জানতেন তিনি। তারপরও সেই ব্যক্তিকে তিনি বিয়ে করেন। তাঁর অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন তাঁর স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন। বাইরের লোকের কাছে সেই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। সেই নিয়েই রবিবার দেবদারু ফটকের মাঠে স্বামীর সঙ্গে তাঁর বচসা হয়। তার জেরেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মহিলা।

Latest Videos

আরও পড়ুন- উত্তরপ্রদেশে জোরকদমে চলছে মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া, ২৪ শে মার্চ জরুরি বৈঠকে যোগী ব্রিগেড

জানা গিয়েছে, মাঠের মধ্যে দাঁড়িয়েই স্বামীর সঙ্গে চিৎকার করে ঝগড়া করছিলেন ওই মহিলা। কিন্তু, স্বামী স্ত্রীর ঝামেলার মধ্যে আশপাশের কেউ ঢুকতে চাননি। এৎপর বচসা চলাকালীনই  প্রকাশ্যে ওই মহিলা নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আচমকাই ওই মহিলা বোতলে নিয়ে আসা পেট্রোল নিজের গায়ে ঢেলে দেন। তারপর আগুনও ধরান। মুহূর্তের মধ্যেই দাউদাউ করতে জ্বলতে শুরু করে আগুন। সামনে দাঁড়িয়ে থাকা তাঁর স্বামী কী করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। এরপর স্থানীয়রাই ছুটে যান। এবং তাঁর গায়ে চট জড়িয়ে তাঁকে মাটিতে শুইয়ে দেন। চট জড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই নিভে যায় আগুন। 

আরও পড়ুন- স্কুল দেওয়া হবে গীতার পাঠ, দেশজোড়া বিতর্কের মধ্যে কী বলছে বিরোধীরা

আরও পড়ুন- ফের উত্তপ্ত জগদ্দল, সাংসদের বাড়ির পাশেই ফের বোমাবাজির অভিযোগ

এদিকে জখম অবস্থায় বেশ কিছুক্ষণ ওই ক্লাবের মাঠের মধ্যেই পড়ে ছিলেন মহিলা। তারপর পর্ণশ্রী থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে অ্যাম্বুলেন্স ডেকে মহিলাকে হাসপাতালে পাঠায়। মহিলার স্বামীকে আটক করেছে পর্ণশ্রী থানার পুলিশ। ঠিক কী কারণে ওই মহিলা এত বড় পদক্ষেপ করলেন তা জানতে শুরু হয়েছে তদন্ত।  

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today