মোহন ভাগবতের সঙ্গে কেন দেখা করলেন অমিতাভ চক্রবর্তী, জল্পনা তুঙ্গে দলের অন্দরে

রাজ্য বিজেপির টালমাটাল পরিস্থিতির মধ্যে সংঘপ্রধান মোহন ভগবতের সঙ্গে   রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তীর দেখা করা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যাবতীয় অভিযোগের আঙুল উঠেছে অমিতাভ চক্রবর্তীর দিকে। অমিতাভের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগে বলা হয়েছে, তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে বাংলায় বিজেপি শেষ করতে এসেছেন অমিতাভ চক্রবর্তী ও তার ঘনিষ্ঠ নেতারা। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে কেশব ভবন। 

বতর্মান বনাম অতীত। পুরোনো বিবাদে এখনও টলমল অবস্থা রাজ্য বিজেপি। কলকাতাতেই নয়, বিক্ষোভ ছড়িয়েছে বহু জেলায়। এমনকী দলীয় কার্যালয়েও তালা পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে দলের বিক্ষুব্ধ পুরোনো নেতা ও কর্মীরা। রাজ্য বিজেপির (BJP) টালমাটাল পরিস্থিতির মধ্যে সংঘপ্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) সঙ্গে দেখা করলেন  রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় সংঘপ্রধানের সঙ্গে দেখা করেছেন রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী  (Amitabha Chakraborty) । যা প্রকাশ্যে আসা মাত্রই দলের অন্দরের জল্পনা বাড়ছে।

রাজ্য বিজেপির টালমাটাল পরিস্থিতির মধ্যে সংঘপ্রধান মোহন ভগবতের (Mohan Bhagwat)  সঙ্গে   রাজ্য বিজেপির (BJP) সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তীর  (Amitabha Chakraborty)  দেখা করা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যাবতীয় অভিযোগের আঙুল উঠেছে অমিতাভ চক্রবর্তীর  (Amitabha Chakraborty)  দিকে। অমিতাভের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগে বলা হয়েছে, তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে বাংলায় বিজেপি শেষ করতে এসেছেন অমিতাভ চক্রবর্তী ও তার ঘনিষ্ঠ নেতারা। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে কেশব ভবন। এবং বিক্ষোভের জেরেই দলীয় কার্যালয়েও তালা পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে দলের বিক্ষুব্ধ পুরোনো নেতা ও কর্মীরা। 

Latest Videos

কেশব ভবন সূত্রে আরও জানা গিয়েছে সোমবার দিন শিলচর থেকে কলকাতায় পৌঁছানোর পরই সংঘপ্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat)  সঙ্গে  দেখা করতে কেশব ভবনে পৌঁছে যান রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী (Amitabha Chakraborty) । তবে সংঘপ্রধানের সঙ্গে কোন বিষয় নিয়ে আলোচান চলেছে তা এখনও জানা যায়নি। এমনকী সাংগঠনিক বৈঠকে ব্যস্ত থাকায় যোগাযোগও করা হয়নি অমিতাভ বাবুর সঙ্গে। সূত্র থেকে জানা গেছে। পুরো বিষয়ের সবটাই সংক্ষেপে সংঘপ্রধান মোহন ভগবতকে জানিয়েছেন অমিতাভ বাবু।এমনকী সমস্যা মেটাতেও যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মোহন ভাগবত। রাজ্য বিজেপির অন্তর্কলহের মধ্যে আরএসএস -এর দ্বারস্থ  অমিতাভ  (Amitabha Chakraborty)  বাবুকে নিয়ে জোর জল্পনা চলছে দলের অন্দরেই। অন্য বারের মতো এবারের সফরে সংঘের সর্বভারতীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক ছাড়া সমাজের অন্য কোনও বিশিষ্ট ব্য়ক্তির সঙ্গে সাক্ষাৎ হয়নি মোহন ভাগবতের। বুধবার সন্ধ্যায় দুই দিনের সফর শেষে কলকাতা থেকে নাগপুর ফিরেও গিয়েছেন সংঘপ্রধান মোহন ভাগবত। চলতি মাসের আগামী ১১ ফেব্রুয়ারি ফের তিন দিনের সফরে আসছেন সরসংঘচালক। তিন দিনের এই  সফরে উত্তর ও দক্ষিণবক্ষের জেলা ও রাজ্যস্তরের প্রচারক ও সাধারণ সম্পাদকদের জন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। 


 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar