জয় শ্রীরামে কেন আপত্তি, সাফ জানালেন ববি হাকিম

  • জয় শ্রীরাম, এই শব্দবন্ধ পশ্চিমবঙ্গে সংক্রমণের মত ছড়িয়ে পড়েছে
  • এদিন জয় শ্রীরামের বিরোধিতার কার্যকারণ বিশদে ব্যখ্যা করলেন ববি হাকিম
arka deb | Published : Jun 25, 2019 2:35 PM IST

জয় শ্রীরাম। এই শব্দবন্ধ পশ্চিমবঙ্গে সংক্রমণের মত ছড়িয়ে পড়েছে, মুখ্যমন্ত্রী এই শব্দবন্ধকে বিরোধিকতা করেই যেন অনেক বেশি মান্যতা দিয়ে ফেলেছেন। নৈহাটিতে তাঁর পথ আটকানোর অস্ত্র হিসেবে এই স্লোগান ব্যবহার করেছিল বিজেপি সমর্থকরা। ক্রমে নৈহাটির ভাটপাড়া অঞ্চলের হিংসা আক্ষরিক তাঁর ঘুম উড়িয়ে দিয়েছে। 

এদিন জয় শ্রীরামের বিরোধিতার কার্যকারণ বিশদে ব্যখ্যা করলেন  ববি হাকিম। কেএম ডি এ ইঞ্জিনিয়ার্স কনফেডারেশন এর উদ্যোগে গ্রীষ্মকালীন রক্তদান শিবির অনুষ্ঠানে গিয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বললেন, 'অনেকেই জয় শ্রীরাম বলছেন কিন্তু সেটার মধ্যে কোনও অন্যায় নেই।তার কারণ আপনার যেটা ইচ্ছে মানুষ হিসাবে আমাদের অধিকার আছে সেটা বলার।'

আরও পড়ুন: কলকাতাতেই শিক্ষককে বেদম মার, দাবি 'জয় শ্রীরাম' বলতে হবে, মুখ খুললেন শাহরুফ

Latest Videos

এই সংক্রমণকে আরও কিছু সময় রেয়াত করলেন ববি। তাঁর বক্তব্য, আমি জানি অনেকে আছেন হওয়ায় গা ভাসিয়ে দিয়ে অনেকে এখনকার দিনে জয় শ্রী রাম বলছেন কিন্তু সেটার মধ্যে কোনো অন্যায় নেই।তার কারণ আপনার যেটা ইচ্ছে মানুষ হিসাবে আমাদের অধিকার আছে সব কিছু বলার।'

এবার এল আপত্তির জায়গাটা। এদিন ববি বলেন, 'যখন রামের নামে আল্লার নামে আমরা যখন সেটাকে কাউকে হেয় করার জন্য আমি আল্লা হু আকবর বলব, জয় শ্রী রাম বলব, জয় মা কালী বলব এতে কারও আপত্তি হওয়ার কথা নয়। কিন্তু যখন সেটা আমাকে ইচ্ছে করে অপমান করার জন্য কেউ বলবে আঘাত করার জন্য বলবেন তখন নিজের ধর্মকেই তিনি অবমাননা করবেনন। আমার ধর্ম নিয়ে কেউ ইয়ার্কি মারছেন, সেইটাতে আপত্তি আছে। 

Share this article
click me!

Latest Videos

‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News